
উপমার বদলে মেনুতে বিরিয়ানি এবং চিকেন ফ্রাই দেওয়ার আবদার করল এক খুদে পড়ুয়া। কেরালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওই খুদে পড়ুয়ার ভিডিও ভাইরাল হতেই খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা শিশু ও নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জের আশ্বাস, এই আবদার বিবেচনা করে দেখা হবে। তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেনু বদলানো যায় কিনা, তা ভাবার সময় এসেছে।
ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া ওই শিশুটির নাম রিজুল এস সুন্দর। শঙ্কু নামেই পরিচিত সে। সম্প্রতি ইনস্টাগ্রামে শঙ্কুর মা একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ওই খুদেকে আধো-আধো কণ্ঠে আবদার করতে শোনা যাচ্ছে, “উপমা খাব না। বিরনানি (বিরিয়ানি) ও পোরিচা কোঝি (চিকেন ফ্রাই) খাব”। (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
ওই খুদে পড়ুয়ার মিষ্টি আবদারের ভিডিওটি পৌঁছে যায় রাজ্যের স্বাস্থ্য এবং শিশু ও নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জের কাছে। নিজের সমাজমাধ্যমে সেই ভিডিওটি শেয়ারও করেছেন মন্ত্রী। তিনি জানান, খুদের আবদার গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। মন্ত্রীর কথায়, “শঙ্কুর এই আবদারের কথা বিবেচনা করে খাবারের মেনুর বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে”।
মন্ত্রী আরও জানিয়েছেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের জন্য মেনুতে নানা রকম পুষ্টিকর খাবার রাখা হয়েছে। ডিম এবং দুধ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই প্রকল্পও বাস্তবায়ন হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন দফতরের সমন্বয়ে স্থানীয় সংস্থাগুলি অঙ্গনওয়াড়িগুলিতে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করছে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন