
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের পরই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। কেজরিওয়ালের অভিযোগ, তাদের সম্ভাব্য জয়ী প্রার্থীদের কেনার জন্য বিজেপির তরফ থেকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে কেজরিওয়ালের বাড়িতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তদন্তের জন্য যান।
আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। গণনা চলছে। তার আগেই বিস্ফোরক অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ১৬ জন আপ প্রার্থীকে বিজেপির তরফ থেকে দলত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। দলত্যাগের বিনিময়ে তাঁদের মন্ত্রিপদ এবং ১৫ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কেজরিওয়াল জানান, "কিছু সংস্থা দেখাচ্ছে যে বিজেপি ৫৫টিরও বেশি আসন পেতে চলেছে। গত দুই ঘণ্টায় আমাদের ১৬ জন প্রার্থীকে ফোন করে বলা হয়েছে, যদি তাঁরা আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন, তবে তাঁদের মন্ত্রী করা হবে এবং প্রত্যেকে ১৫ কোটি টাকা করে দেওয়া হবে।
তিনি আরও জানান, "যদি বিজেপি সত্যিই ৫৫টিরও বেশি আসন জিততে পারে, তাহলে কেন তারা আমাদের প্রার্থীদের দলে টানার চেষ্টা করছে? এক্সিট পোলগুলো ভুয়ো এবং আপ প্রার্থীদের মনোবল ভাঙার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের কেউই বিজেপিতে যাবে না।"
বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং পাল্টা আপের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "লেফটেন্যান্ট গভর্নর চান যে দুর্নীতি দমন ব্যুরো (ACB)-এর মাধ্যমে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন