আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ছাড়াও ছিলেন ৫ তীর্থযাত্রী এবং বদরিনাথ কেদারনাথ মন্দির কমিটির এক কর্মী।
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই হেলিকপ্টার কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। রুদ্রপ্রয়াগ জেলা বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গৌরীকুন্ড অঞ্চলে জঙ্গলের ওপর এই ঘটনা ঘটেছে। যে অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে সেই অঞ্চলের নাম গৌরী মাই খড়ক।
সূত্র অনুসারে, আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের এই হেলিকপ্টারে বিস্ফোরণ হয় এবং তা ভেঙে পড়ে। মূলত কম দৃশ্যমানতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৯ মিনিটে এক এক্স বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
সংবাদসংস্থা জানিয়েছে, এদিনের দুর্ঘটনায় মৃতদের মধ্যে আছেন, মহারাষ্ট্রের শ্রদ্ধা রাজকুমার জয়সোয়াল (৩৫), কাশী (২), গুজরাটের রাজকুমার সুরেশ জয়সোয়াল (৪১), উত্তরাখণ্ডের বিক্রম সিং রাওয়াত, উত্তরপ্রদেশের তুষ্টি সিং (১৯)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানেরও।
এর আগে গত ৮ মে গঙ্গোত্রী যাবার পথে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। গত ৭ জুন একইভাবে কেদারনাথ যাবার পথে একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেই ঘটনায় হেলিকপ্টারের পাইলট আহত হলেও ৫ যাত্রীই রক্ষা পায়।
Keywords: Kedarnath helicopter crash, helicopter accident Kedarnath, Kedarnath news, Uttarakhand helicopter crash, Kedarnath tragedy, pilot killed in Kedarnath crash
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন