সভাস্থলে থালাপতি বিজয়ের অনেক দেরি করে পৌঁছনো, পর্যাপ্ত পুলিশ না থাকা এবং তামিলাগা ভেটরি কাজাঘাম (টিভিকে)-এর সঠিক পরিকল্পনার অভাবেই তামিলনাড়ুর কারুরে মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারুরের দুর্ঘটনা প্রসঙ্গে এরকমটাই মনে করা হচ্ছে।
বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে ১০ হাজার মানুষের সমাবেশ হবে বলে প্রশাসনকে জানানো হয়েছিল। সভার নির্ধারিত সময় ছিল দুপুরে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সভায় ২৫ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং যে জায়গায় এই সমাবেশ হয়েছিল তা বড়ো সমাবেশ করার জন্য উপযুক্ত নয়। গতকাল ওই জনসভায় থালাপতি বিজয়ের আসার কথা ঘোষণা করা হয় সন্ধ্যে ৭টা ১০ মিনিটে। তখনই মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই সভায় বিজয়ের আসার কথা ছিল বিকেল ৪টের সময়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছেন, নির্বাচনী প্রচারের জন্য থালাপতি বিজয় যে বিশেষ বাস তৈরি করিয়েছেন সেই বাস যেখানে এসে থামে সকলেই সেখানে যাবার চেষ্টা করছিলেন। এই সময়েই সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরিস্থিতি আরও খারাপ হয়।
স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, সমাবেশ চলাকালীনই ওই জায়গায় একটি অ্যাম্বুলেন্স চলে আসে এবং ভিড়ের মধ্যে দিয়ে সেই অ্যাম্বুলেন্সকে যাবার পথ করে দিতে গিয়ে মানুষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাজনৈতিক দলের জনসভা হলেও সাধারণ মানুষ ভিড় করেছিলেন মূলত বিজয়কে দেখার জন্য। তাঁদের কাছে রাজনৈতিক বক্তব্য শোনার চেয়ে বেশি আগ্রহ ছিল বিজয়কে কাছ থেকে দেখার। তাই সকলেই বিজয় যেখান থেকে বক্তব্য রাখছিলেন সেই জায়গায় আসতে চাইছিল।
ঘটনার পরেই দ্রুত কারুরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রাতেই তিনি বিশেষ বিমানে করে তিরুচেরাপল্লী যান এবং সেখান থেকে সড়কপথে কারুর গিয়ে নিহত ও আহতদের আত্মীদের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
আজই বিকেল সাড়ে চারটের সময় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমারের এজলাসে এই সংক্রান্ত মামলা উঠবে। রবিবারই বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। টিভিকে-র পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হচ্ছে। টিভিকে দাবি করেছে, কারুরের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এক পরিকল্পিত চক্রান্ত।
এদিন এক এক্স বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন থালাপতি বিজয়। ওই বার্তায় তিনি বলেন, "আমাদের প্রিয়জনদের হারানোর শোক প্রকাশকারী আপনাদের প্রতি আমি অবর্ণনীয় বেদনার সাথে গভীর সমবেদনা জানাচ্ছি, একই সাথে আমি আপনাদের হৃদয়ের খুব কাছে দাঁড়িয়ে এই অপরিসীম দুঃখ ভাগ করে নিচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই একটি অপূরণীয় ক্ষতি। যে কেউ সান্ত্বনার কথা বলুক না কেন, আমাদের প্রিয়জনদের হারানো অসহনীয়। তবুও, আপনার পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রতিটি পরিবারকে ২০ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন তাদের ২ লক্ষ টাকা দেবার কথা জানাচ্ছি। এই ক্ষতির সামনে এটা খুব একটা বড় অঙ্ক নয়। তবে, এই সময়ে, আপনার পরিবারের একজন সদস্য হিসেবে আমার কর্তব্য হল আপনার, আমার আত্মীয়স্বজনের পাশে দাঁড়ানো।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন