Karnataka: কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসে টানাপোড়েন - আবারও দিল্লিতে শিবকুমার অনুগামীরা

People's Reporter: গত সপ্তাহে দুবার শিবকুমার অনুগামী কয়েকজন বিধায়কের রাজধানী সফরের পর গতকাল আবারও বেশ কয়েকজন শিবকুমার অনুগামী দিল্লি পৌছেছেন। তাঁদের কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা।
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

কর্ণাটকে কংগ্রেস মন্ত্রীসভার জট ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক মহলের মতে কংগ্রেস হাইকম্যান্ডের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। গত সপ্তাহে পরপর দুবার শিবকুমার অনুগামী কয়েকজন বিধায়কের রাজধানী সফরের পর গতকাল আবারও বেশ কয়েকজন শিবকুমার অনুগামী দিল্লি পৌছেছেন। তাঁদের কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা।

কর্ণাটক নির্বাচনে জয়লাভ করার পর ২০২৩-এ ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী পদের প্রবল দাবিদার হওয়া সত্ত্বেও সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। কথা ছিল আড়াই বছর সিদ্দারামাইয়া এবং আড়াই বছর ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন। সদ্য সদ্য সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়েছে এবং তারপর থেকে দিল্লিতে গিয়ে নিজের ক্ষমতা প্রদর্শনে জোর দিয়েছেন শিবকুমার।

তবে সিদ্দারামাইয়া বা শিবকুমার - রাজ্যে ক্ষমতাদখলের এই চাপানউতোর নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। উল্টে শিবকুমার জানিয়েছেন, তাঁর অনুগামীরা যে দিল্লি গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তা তিনি জানতেন না। যদিও সূত্র অনুসারে রবিবার রাতে ৭ থেকে ৮ জন কংগ্রেস বিধায়ক দিল্লিতে গেছেন এবং কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের আবেদন জানিয়েছেন।

জানা গেছে, গতকালই সন্ধ্যেয় ডি কে শিবকুমার দেখা করেছেন রাজ্যের মন্ত্রী কে জি জর্জের সঙ্গে। যিনি সিদ্দারামাইয়া অনুগামী বলেই রাজনৈতিক মহলে বিশেষভাবে পরিচিত। যে সাক্ষাৎকার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

শিবকুমার ঘনিষ্ঠদের স্পষ্ট দাবি, কর্ণাটকে সরকার গঠনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রাখা হোক। সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রীত্বের আড়াই বছর অতিক্রান্ত। এবার পূর্ব শর্ত অনুযায়ী শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হোক।

কর্ণাটকের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, দলের হাইকম্যান্ড পুরো বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে এবং এই বিষয়ে এখনও মন্তব্য করার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি। সাংবাদিকদের খাড়গে জানান, “যা কিছু ঘটেছে সে সম্পর্কে আমার কিছু বলার নেই। তাই আপনারা (মিডিয়া) এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, আর আমারও খারাপ লাগছে। যাই হোক না কেন, সিদ্ধান্ত নেবে হাইকমান্ড।”

অন্যদিকে কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে সাম্প্রতিক সময়ে দু’বার বৈঠকের পর সিদ্দারামাইয়া জানিয়েছেন, হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে তিনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন এবং সকলেরই তা করা উচিত। তিনি আরও বলেন, কর্ণাটকে নেতৃত্ব পরিবর্তনের খবর সংবাদমাধ্যম তৈরি করেছে।

যদিও এর আগেও একাধিক রাজ্যে কংগ্রেসে নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিবাদ বেঁধেছে। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার থাকাকালীন কথা ছিল ভূপেশ বাঘেল এবং টি এস দেও আড়াই বছর করে মুখ্যমন্ত্রী থাকবেন। যদিও পরে মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চাননি বাঘেল। যা নিয়ে দলের অভ্যন্তরে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়। যার জেরে ২০২২ সালের ১৬ জুলাই মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন টি এস দেও। ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে দুই শীর্ষ কংগ্রেস নেতৃত্বের বিবাদ চরমে পৌঁছায়।

একইভাবে রাজস্থানেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে বিবাদ ২০২৩ সালে শিরোনামে উঠে এসেছিল। একসময় অশোক গেহলটের বিরুদ্ধাচরণ করে ক্ষমতা দখলের চেষ্টা করেও ব্যর্থ হন বিক্ষুব্ধ শচীন। এরপরেই তাঁকে উপমুখ্যমন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২৩-এর ২৯ মে পাইলট গেহলট দ্বন্দ্ব মেটাতে বৈঠকে বসেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেবার পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে একসময় কংগ্রেস ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন পাইলট। যদিও পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। এইসময় পাইলটের সঙ্গে নাম জড়ায় প্রশান্ত কিশোরেরও।    

সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার
Karnataka: কর্ণাটকে মুখ্যমন্ত্রী পরিবর্তন আসন্ন! শিবকুমারের সমর্থনে ১০০ বিধায়ক, দাবি কংগ্রেস নেতার
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার
Karnataka: 'কোনও কিছু স্থায়ী নয়...' - কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছাড়তে পারেন ডি কে শিবকুমার!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in