

হরিয়ানার কার্নালে কৃষকদের অবস্থান বিক্ষোভ চতুর্থ দিনে পড়লো। এদিনই কার্নালে ইন্টারনেট সুবিধা আবার চালু করেছে হরিয়ানা প্রশাসন। কৃষকদের ওপর লাঠিচার্জের নির্দেশ দেওয়া সরকারি আধিকারিকের শাস্তির দাবিতে গত মঙ্গলবার থেকে কার্নালের মিনি সেক্রেটারিয়েট ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা।
শুক্রবার সকালে কার্নালের স্থানীয় ব্যবসায়ী সংবাদসংস্থা আইএএনএস কে জানিয়েছেন, স্থানীয় প্রশাসন আজ থেকে ইন্টারনেট সংযোগ আবার চালু করেছে। আমি আশাবাদী প্রশাসন কৃষকদের দাবি নিয়েও ভাবনাচিন্তা করবে।
কৃষকদের অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারী জারনেল সিং জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ চালু করাই সবকিছু নয়। আমরা এখানে লড়াই করছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি দোষী অফিসার আয়ুষ সিংকে বরখাস্ত করতে হবে এবং নিহত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বিক্ষোভ দেখাতে গিয়েই পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলো সুশীল কাজল এবং পরে মারা যায়।
গতকাল কৃষক ইউনিয়নের নেতা গুরনাম সিং চাদুনি সাংবাদিকদের জানান, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া। দেশের প্রতিটি মানুষের বলবার এবং নিজের মত প্রকাশের অধিকার আছে। কিন্তু সরকার আমাদের অধিকার কেড়ে নিচ্ছে।
গত ৭ সেপ্টেম্বর কার্নালে কৃষকদের মহাপঞ্চায়েতের আগের রাতে ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের আশংকা ছিলো মহাপঞ্চায়েতে কৃষক নেতৃত্বের বক্তব্যে উত্তেজনা ছড়াতে পারে। যদিও এখন সব জেলাতেই ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হয়েছে।
কার্নালের কৃষকদের অবস্থান বিক্ষোভে পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে আগামীকাল ১১ সেপ্টেম্বর অবস্থান স্থলেই আলোচনায় বসবে বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃত্ব। ওই বৈঠক থেকেই আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্দিষ্ট করা হবে।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন