Kangana Ranaut: দলের নীতিগত বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই কঙ্গনা রানাওয়াতের - বিবৃতি বিজেপির

People's Reporter: বিজেপির কোনও নীতিগত বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার নেই কঙ্গনা রানাওয়াতের। তাকে এই ধরণের মন্তব্য করার অনুমতিও দেওয়া হয়নি। তাঁকে এই ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াতফাইল ছবি, কঙ্গনা রানাওয়াতের এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

দলীয় সাংসদের বিরুদ্ধেই সরাসরি বিবৃতি দিতে বাধ্য হল বিজেপি নেতৃত্ব। কৃষক আন্দোলন প্রসঙ্গে মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের দায় এড়িয়ে বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপির পক্ষ থেকে দলীয় কোনও নীতিগত বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার নেই কঙ্গনা রানাওয়াতের। তাকে এই ধরণের মন্তব্য করার অনুমতিও দেওয়া হয়নি। বিজেপির পক্ষ থেকে আগামী কঙ্গনা রানাওয়াতকে এই ধরণের মন্তব্য করার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক ভিডিও শেয়ার করে কঙ্গনা রানাওয়াত দাবি করেন, সরকার যদি অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কৃষকদের বিক্ষোভ আন্দোলন এখানেও বাংলাদেশের মত পরিস্থিতির সৃষ্টি করবে।

এই ঘটনার আগে হরিয়ানা এবং পাঞ্জাবের বিজেপি নেতৃত্ব মান্ডির বিজেপি সাংসদকে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করার থেকে বিরত থাকতে বলেন। ওই দুই রাজ্যের বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, কৃষকদের বিষয় নিয়ে কঙ্গনার মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। এটা কঙ্গনার ব্যক্তিগত মন্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষকরা পারস্পরিক বন্ধু। বিরোধীরা এই বিষয়ে আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে এবং কঙ্গনার মন্তব্যও একই কাজ করেছে। কোনও স্পর্শকাতর, ধর্মীয় বিষয় অথবা ধর্মীয় সংগঠনের বিষয়ে তাঁর কোনও মন্তব্য করার কোনও প্রয়োজন নেই।

কঙ্গনার এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছে কংগ্রেসও। বিজেপি সাংসদ কঙ্গনার উদ্দেশ্যে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, ‘আপনি তাড়াতাড়ি সুস্থ হন।’

বর্তমান বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুখে কৃষক আন্দোলনের বিরোধিতা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি কৃষক আন্দোলনের বিরোধিতা করেছেন। ২০২০ সালে এভাবেই তিনি পাঞ্জাবের এক কৃষক রমণীকে বিলকিস বানো বলে দাবি করেছিলেন। তিনি আরও বলেছিলেন, মহিলাদের ১০০ টাকা করে আন্দোলনের জন্য ভাড়া করা হয়েছে। তাঁর এই মন্তব্যের জন্য সম্প্রতি চন্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফ-এর এক মহিলা জওয়ান তাকে চড় মারেন।  

কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের মন্তব্যে হরিয়ানার বিজেপি নেতৃত্বের ক্ষোভ
কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: ‘আমি খুব জনপ্রিয়, তাই মানুষ আমার নকল করেন’ – মন্তব্য কঙ্গনা রানাউতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in