Kangana Ranaut: ‘আমি খুব জনপ্রিয়, তাই মানুষ আমার নকল করেন’ – মন্তব্য কঙ্গনা রানাউতের

People's Reporter: বর্তমানে ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি
Published on

তাঁকে নিয়ে চর্চা হয় বিস্তর। এমনকি তাঁর কথা বলার ধরণ, সাজ পোষাক নকল করেন সাধারণ মানুষ থেকে শুরু করে উঠতি অভিনেতা-অভিনেত্রীরাও। এভাবে কেউ নকল করলে তিনি কি রেগে যান না? উত্তরে সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউত জানান, তিনি খুবই জনপ্রিয়। তাই তাঁকে নকল করে।

বর্তমানে ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন তিনি। প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা জানান, “আমাকে নকল করা হয়। সেই ভিডিয়োগুলি আমি দেখি। কত মানুষ আমাকে নকল করেন। আমি তো আসলে মিমিক্রির দুনিয়ায় খুব জনপ্রিয়। আমাকে নকল করেন, এমন বহু শিল্পী রয়েছেন। এমন নয়, সেই ভিডিয়োগুলি দেখে আমি রেগে যাই।“

অভিনেত্রী আরও বলেন, “কেউ যদি আমার কথা বলার ধরন ভাল ভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। এই কাজের পিছনের চেষ্টাটা দেখি আমি। মানুষ আমাকে নিয়ে কী ভাবছেন, এই নিয়ে আমি ভাবি না।”

আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, “নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি।” কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন।

কঙ্গনা রানাউত
RG Kar Case: ছাত্রসমাজের নবান্ন অভিযান নিয়ে পোষ্ট স্বস্তিকার, বিতর্ক শুরু হতেই জবাব অভিনেত্রীর

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in