RG Kar Case: ছাত্রসমাজের নবান্ন অভিযান নিয়ে পোষ্ট স্বস্তিকার, বিতর্ক শুরু হতেই জবাব অভিনেত্রীর

People's Reporter: অভিনেত্রী লেখেন, “২৭ তারিখে ‘ছাত্রদের’ নাম করে নবান্ন চলো আহ্বান ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করুন। দলীয় রাজনৈতিক ফয়দা লুটতে দেবেন না।“
স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জিস্বস্তিকা মুখার্জির ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত
Published on

আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। চারিদিকে চলছে প্রতিবাদ মিছিল। এই আবহে আগামী ২৭ আগষ্ট ছাত্রসমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তবে এই অভিযানের পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করছেন অনেকে। এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। নবান্ন অভিযানের পিছনে রাজনৈতিক স্বার্থ আছে বলে দাবি করেছেন তিনি। যা নিয়ে নেটিজনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।

‘নবান্ন অভিযান’ পোষ্টটি ভাইরাল হওয়ার পরেই অভিনেত্রী সমাজ মাধ্যমে লেখেন, “২৭ তারিখে ‘ছাত্রদের’ নাম করে নবান্ন চলো ডাকের আরজি শেয়ার করার আগে ভেরিফাই করুন। দলীয় রাজনৈতিক ফয়দা লুটতে দেবেন না।“

স্বস্তিকার এই পোষ্টের পরেই অভিনেত্রীকে আক্রমণ করতে শুরু করেন নেট নাগরিকদের একাংশ। একজনের প্রশ্ন, “যে-ই নবান্ন অভিযানের ডাক দিক, বিষয় তো একই। আপনার অসুবিধা কোথায়?” অনেকেই আবার দাবি করেন, স্বস্তিকা আসলে শাসক দলের পক্ষ নিচ্ছেন। আবার অনেকের দাবি, আলোচনায় আসার জন্যেই নাকি অভিনেত্রী এইরকম দাবি করেছিলেন।   

নেটিজনদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন স্বস্তিকা। নিজের সমাজ মাধ্যমে অভিনেত্রী লেখেন, “যাচাই করতে বলেছি মাত্র। অন্ধের মতো যে যা বলছে, তাতে বিশ্বাস করতে না বলার অর্থ আন্দোলনকে সমর্থন করছি না, এমন নয়। আর বাংলাদেশের সময় আমি কী করেছি সেটা আমায় মনে করানোর দরকার নেই। আমার দেশে বা রাজ্যে হওয়া সমস্যাতেও আমি আমার মতো করে সরব হওয়ার চেষ্টা করি। হ্যাঁ-তে হ্যাঁ আর না-তে না বলব না। শাসকেরা বললেও করব না, বিরোধীরা বললেও করব না। আর আপনারা বললেও করব না।”

নেটাগরিকদের কটাক্ষ করে স্বস্তিকা আরও লেখেন, “গালাগাল দেওয়ার জন্য কারণ না খুঁজে এমনিই দিন। মেয়েদের সম্মানের জন্য লড়াইতে কোন মেয়ে কত সম্মান পাচ্ছে, দেখতেই পাচ্ছি। বেছে বেছে সম্মান করা যায় নাকি?”

স্বস্তিকা মুখার্জি
R G Kar Hospital Case: ‘গত ৩০ বছরে এমন মামলা দেখিনি’ - আর জি কর কাণ্ডে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের
স্বস্তিকা মুখার্জি
‘ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন’ – 'কাশ্মীর ফাইলস'র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in