

বিহারে গুলি করে খুন করা হল এক সাংবাদিককে। শুক্রবার আরারিয়াতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এক হিন্দি দৈনিকের ওই সাংবাদিককে গুলি করে হত্যা করে। এদিন ভোর ৫টা নাগাদ রানীগঞ্জ পুলিশ থানার অন্তর্গত প্রেমনগরে এই ঘটনা ঘটে।
এদিন ভোরে দুষ্কৃতীরা বাইকে চেপে সাংবাদিক বিমল কুমার যাদবের বাড়িতে আসে। বাড়ির সামনে এসে তাঁর নাম ধরে ডাকাডাকি করলে তিনি বেরিয়ে আসেন। এরপরেই তাঁকে গুলি করা হয়।
আরারিয়ার পুলিশ সুপার অশোক কুমার সিং ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমল কুমারের। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। আততায়ীদের ধরার চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
২০১৯ সালে বিমল কুমারের ভাইকে খুন করা হয়। তিন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এর আগেও তাঁকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়। নিহত বিমল কুমার দৈনিক জাগরণের সাংবাদিক ছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন