IRCTC: আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে এক মাসে তৃতীয়বার বিভ্রাট! টিকিট বুকিংয়ে সমস্যা

People's Reporter: মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ তৎকাল টিকিট বুক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন অনেকেই।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বছরের শেষ দিনে ফের বিভ্রাট আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে। মঙ্গলবার সকালে দুরপাল্লার টিকিট বুক করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই বলে অভিযোগ। আবার অনেকের অভিযোগ, ওয়েবসাইটে লগ ইন করা যাচ্ছে না। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, ওয়েবসাইটে লগ ইন করলেও বুক করা যাচ্ছে না টিকিট। চলতি মাসে এই নিয়ে তিন বার বিভ্রাট দেখা দিল।

মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ তৎকাল টিকিট বুক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন অনেকেই। এক যাত্রী এক্স হ্যান্ডেলে অভিযোগ করে লেখেন, ‘সকাল ১০ টায় তৎকাল টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়ি। আইআরসিটিসির ওয়েবসাইট কাজ করছিল না। যখন ওঁদের গ্রাহক পরিষেবায় ফোন করি, জানানো হয়, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজ চলছে’।

অন্য এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আইআরসিটিসি অ্যাপে যখনই ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করছি, সমস্যার সম্মুখীন হচ্ছি’। এক যাত্রী প্রশ্ন তুলেছেন, এ রকম জরুরী পরিষেবার ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা ধরে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজ কেন করা হয়? সমস্ত পোষ্টগুলিতে রেলমন্ত্রীকে ট্যাগ করা হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর এই রকম সমস্যার মুখে পড়েছিলেন যাত্রীরা। সেদিন আইআরসিটিসি ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল। তার আগে ৯ ডিসেম্বর একই সমস্যা দেখা দেয় আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে। সেদিনও একই সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। এই নিয়ে ডিসেম্বরে তিন বার বিভ্রাট দেখা দিল আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে।   

প্রতীকী ছবি
‘চিট ফান্ড কাণ্ডের মতোই সন্দেশখালি ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী’ - মমতাকে নিশানা সেলিমের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in