Union Budget 2025: সরকারি স্কুলে ইন্টারনেট, বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার ঘোষণা সীতারমনের

People's Reporter: আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন নির্মলা। অর্থমন্ত্রী বাজেটে বলেন, দেশের ২৩ টি আইআইটিতে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনছবি - উইকিপিডিয়া
Published on

২০২৫–এর বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে কেন্দ্র। পাশাপাশি, প্রযুক্তিবিদ্যায়ও জোর দেওয়া হয়েছে। দেশের একাধিক আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন নির্মলা সীতারমণ।

শনিবার বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী জানান, দেশের সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার। এই ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। তাছাড়া শিক্ষক-শিক্ষিকাদেরও পড়াতে সুবিধা হবে ইন্টারনেটের ফলে।

এছাড়া শিক্ষাক্ষেত্রে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার ফলে জোর দেওয়া হবে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনাতে। নির্মলা বলেছেন, ‘‘নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল-কলেজে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু করছি।''

এর পাশাপাশি, আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন নির্মলা। অর্থমন্ত্রী বাজেটে বলেন, দেশের ২৩ টি আইআইটিতে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। আগে পড়ুয়া সংখ্যা ছিল ৬৫ হাজার। তবে এখন তা বেড়ে হয়েছে ১.৩৫ লক্ষ। ২০১৪ সালের পর দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে, তাতে আগামী দিনে আরও সাড়ে ৬ হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ দেওয়া হবে।

এছাড়া জোর দেওয়া হবে আইআইটির পরিকাঠামোগত উন্নয়নে। নির্মলা জানিয়েছেন, দেশের আইআইটিগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করবে সরকার।  

আইআইটি-র পাশাপাশি মেডিক্যাল কলেজেও আসন সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাঁচ বছরে মোট ৭৫ হাজার আসনবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এর মধ্যে আগামী বছরেই ১০ হাজার আসন বৃদ্ধি করা হবে মেডিক্যাল কলেজগুলিতে।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের উন্নয়নেও গুরুত্ব দিয়েছে কেন্দ্র। দেশের সেরা ৫০টি পর্যটনস্থলের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Union Budget 2025: বাজেটে বিহারের জন্য ঢালাও ঘোষণা, ভোটের কথা মাথায় রেখেই পরিকল্পনা মোদী সরকারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in