২০২৩-২৪ সালে ভারতের GDP নেমে আসবে ৬.৩%-এ, আশঙ্কা প্রকাশ বিশ্বব্যাঙ্কের

কয়েক মাস আগে বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার থাকবে ৬.৬ শতাংশ। কিন্তু, মঙ্গলবার প্রবৃদ্ধির সেই হারকে ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৩ শতাংশ করেছে বিশ্বব্যাঙ্ক।
২০২৩-২৪ সালে ভারতের GDP নেমে আসবে ৬.৩%-এ, আশঙ্কা প্রকাশ বিশ্বব্যাঙ্কের
ছবি - সংগৃহীত

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.৩ শতাংশ করেছে বিশ্বব্যাঙ্ক। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার (GDP) ৬.৩% নেমে আসার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার, এক রিপোর্টে এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক।

কয়েক মাস আগে বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার থাকবে ৬.৬ শতাংশ। কিন্তু, মঙ্গলবার প্রবৃদ্ধির সেই হারকে ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৩ শতাংশ করেছে বিশ্বব্যাঙ্ক।

জানা যাচ্ছে, GDP হার কমার এই পূর্বাভাসের ফলে ভারতের উচ্চতর ঋণ নেওয়ার ক্ষমতা কমে আসবে। যা ক্ষতিগ্রস্ত করবে অর্থনীতিকে।

এই পূর্বাভাসে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, গত মে থেকে সুদের হার ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। 'ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট' শীর্ষক এক রিপোর্টে বিশ্বব্যাঙ্ক বলেছে, এই ক্রমবর্ধমান ঋণের খরচ এবং ধীর আয়ের বৃদ্ধি - ব্যক্তিগত খরচ বৃদ্ধির উপর বিস্তর প্রভাব ফেলবে।

বিশ্বব্যাঙ্ক আরও জানিয়েছে, 'ক্রমাগতহারে ঋণের খরচ বৃদ্ধি এবং আয়ের গতি কমে আসার প্রভাব ব্যক্তিগত স্তরেও পড়েছে। একইসঙ্গে, মহামারী-সম্পর্কিত আর্থিক সহায়তা ব্যবস্থা প্রত্যাহারের কারণে সরকারী খরচ ধীর গতিতে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।'

রিপোর্টে আরও বলা হয়েছে, '২০২২-২৩ অর্থ বছরে ভারতের 'কারেন্ট আকাউন্ট ডেফিসিট' ছিল ৩ শতাংশ। ২০২৩-২৪ বছরে তা ২.১ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।' অর্থাৎ, মোট দেশীয় পণ্যের ২.১ শতাংশ সংকুচিত হওয়ারও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক, যা গত বছর ছিল আনুমানিক ৩ শতাংশ।

২০২৩-২৪ সালে ভারতের GDP নেমে আসবে ৬.৩%-এ, আশঙ্কা প্রকাশ বিশ্বব্যাঙ্কের
MediaOne: শীর্ষ আদালতে ধাক্কা কেন্দ্রের - Media One-এর সম্প্রচারে নিষেধাজ্ঞার নির্দেশ খারিজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in