Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে প্রায় ১১ হাজার শূন্যপদ - সংসদে জানালেন মন্ত্রী

People's Reporter: ভারতীয় নৌবাহিনীতে মোট অফিসার পদের সংখ্যা ১১,৯৭৯ এবং নাবিকের পদের মোট সংখ্যা ৭৬,৬৪৯।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য - স্পোকস পার্সন নেভি এক্স হ্যান্ডেলের সৌজন্যে

ভারতীয় নৌবাহিনীতে ১,৭৭৭ অফিসার সহ মোট শূন্যপদের সংখ্যা ১০,৮৯৬। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার সংসদে এই তথ্য পেশ করা হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট জানান, ৩১ অক্টোবর ২০২৩-এর হিসেব অনুসারে ভারতীয় নৌবাহিনীতে ৯,১১৯টি নাবিকের পদ এবং ১,৭৭৭ অফিসার পদ শূন্য আছে।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীতে মোট অফিসার পদের সংখ্যা ১১,৯৭৯ এবং নাবিকের পদের মোট সংখ্যা ৭৬,৬৪৯।

এদিন রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট আরও জানান, ২০২১ সালে ৩২৩ জন অফিসার নিয়োগ করা হয়েছে ২০২২ সালে ৩৮৬ জন অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২১ সালে নৌবাহিনীতে ৫,৫৪৭ জন এবং ২০২২ সালে ৫,১৭১ জন নাবিক নিয়োগ করা হয়েছে।  

ছবি প্রতীকী
Mahua Moitra: "আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই..." - সংসদ থেকে বহিষ্কৃত হয়েই হুঙ্কার মহুয়ার
ছবি প্রতীকী
ICSE-ISC Exams 2024: প্রকাশিত হল সিআইএসসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সময়সূচি, দেখে নিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in