
কেন্দ্রীয় বাজেট নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বিরোধী শিবিরে। কেউ বলছেন 'রাজনৈতিক বাজেট' আবার কেউ মন্তব্য করছেন 'বঞ্চনার বাজেট'। রাহুল গান্ধীর কটাক্ষ, বাজেট দেখে বোঝা যাচ্ছে এবার সরকার গভীর ক্ষত ঢাকতে ব্যর্থ।
শনিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে ভোটমুখী বিহারকে ঢেলে সাজানোর জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। বিজেপি বিরোধী রাজ্যগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন 'ইন্ডিয়া' মঞ্চের নেতারা।
রাহুল গান্ধী নিজের এক্স মাধ্যমে লেখেন, "গুলির ক্ষতের জন্য ব্যান্ডেড। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে, আমাদের অর্থনৈতিক সংকট সমাধানের জন্য একটি আদর্শ পরিবর্তনের প্রয়োজন ছিল। কিন্তু এই সরকার চিন্তাভাবনার দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে"।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন, ''রেলের নিরাপত্তা নিয়ে কিছু বলা হয়নি। অর্থাৎ যাত্রী নিরাপত্তার প্রশ্ন পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে। শিক্ষা-স্বাস্থ্য গোটা দেশেই সমস্যা। কিন্তু বাজেটে কোনওভাবে সমস্যার সমাধান খোঁজা হয়নি। দিল্লি এবং বিহারকে লক্ষ্য করেই বাজেট পেশ করা হয়েছে। মনে হচ্ছিল দেশের অর্থমন্ত্রী নয় বিহারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন।'
বাজেটে থেকে পশ্চিমবঙ্গের যে কোনও লাভ হয়নি তা স্পষ্ট জানান সেলিম। তিনি বলেন, বিজেপির চিন্তায় যে বাংলা নেই তা বাজেট দেখেই বোঝা গেছে। বাংলা থেকে তাদের কোনো লাভের জায়গা নেই। তাই বাংলার খাতায় ক্ষতি ছাড়া কিছুই মেলেনি।
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, "বাংলার মানুষ যখন ১৮ টা সাংসদ (বিজেপি) জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ জন সাংসদ রয়েছে তাও কিছু দেওয়া হল না। এই ১২ জন সাংসদ প্রতিবাদও করবেন না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। ২০২৫ সালে নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন সেটা মাথাই রেখেই বাজেট করেছে। এরা তো গরিব মানুষের জন্য কিছু করে না"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন