IT Raid: মুম্বাইতে আয়কর হানা! উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং কেজি কেজি সোনা

People's Reporter: টানা ৭২ ঘন্টা তল্লাশি চালিয়ে ভান্ডারী ফিন্যান্স এবং আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে। নগদ টাকা ও সোনা মিলিয়ে মোট ১৭০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
IT Raid: মুম্বাইতে আয়কর হানা! উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং কেজি কেজি সোনা
প্রতীকী ছবি - সংগৃহীত

মুম্বাইয়ে আয়কর হানাতে উদ্ধার বিপুল পরিমাণে নগদ টাকা। সঙ্গে উদ্ধার কেজি কেজি সোনা। টানা ৭২ ঘন্টা তল্লাশি চালিয়ে ভান্ডারী ফিন্যান্স এবং আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে এই টাকা-সোনা। নগদ টাকা ও সোনা মিলিয়ে মোট ১৭০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

আয়কর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারীদের বেসরকারি ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকি এবং আর্থিক অনিময়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগের উপর ভিত্তি করে শুক্রবার আয়কর হানা দেয়। জানা গেছে, পুণে, নাসিক, নাগপুর, পরভনি, ছত্রপতি শম্ভাজিনগর এবং নান্দেড়ের মতো মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক যৌথ ভাবে তল্লাশি চালান। মঙ্গলবার রাত পর্যন্ত চলে সেই তল্লাশি।

আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, নান্দেড় থেকে ১৭০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে নগদ রয়েছে ১৪ কোটি টাকা। জানা গেছে, সেই টাকা গুণতে মেশিন আনিয়েও ১৪ ঘন্টা সময় লেগেছে। এছাড়া এই তল্লাশিতে উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং বহু নথিপত্র।

জানা গেছে, শুক্রবার আয়কর দপ্তরের ২৫ টি গাড়িতে চড়ে ১০০ জনেরও বেশি আধিকারিক তল্লাশিতে যান। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দফতর। 

IT Raid: মুম্বাইতে আয়কর হানা! উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং কেজি কেজি সোনা
Prabir Purkayastha: নিউজক্লিক-এর এডিটর প্রবীর পুরকায়স্থকে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
IT Raid: মুম্বাইতে আয়কর হানা! উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং কেজি কেজি সোনা
Mumbai: ভয়াবহ ধুলোঝড়ের জেরে ভেঙে পড়ল বিলবোর্ড! মুম্বাইতে মৃত বেড়ে ১৪, আহত ৭৪

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in