'কাশ্মীর ফাইলস' করমুক্ত হলে 'জয় ভীম' করমুক্ত হবে না কেন? প্রশ্ন করে আক্রান্ত দলিত যুবক

রাজেশের অভিযোগ, 'আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমার ওপর কোন অত্যাচার করা হবে না। তা সত্ত্বেও আমাকে ১১ জন মন্দিরে নাক খত দিতে বাধ্য করে। এরপরই আমি পুলিশের দ্বারস্থ হই।'
রাজেশ কুমার মেঘওয়াল
রাজেশ কুমার মেঘওয়ালছবি - সংগৃহীত

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে এক দলিত যুবকের পোস্ট ও তাঁর হেনস্থা হওয়া নিয়ে ফের বিতর্ক তৈরি হল। ওই যুবককে ‘নাক খত’ দেওয়ানোর অভিযোগ উঠেছে রাজস্থানের আলওয়ারে। অভিযোগ উঠেছে ১১ জনের বিরুদ্ধে। বছর ৩২-এর ওই দলিত যুবক রাজেশ কুমার মেঘওয়াল এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ মার্চ 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। জানিয়ে রাজেশ একটি সংবাদমাধ্যমকে বলেন, 'আমি সিনেমার ট্রেলার দেখে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। পোস্টে লিখেছিলাম, ছবিটিতে কাশ্মীরি পণ্ডিতদের অত্যাচারিত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আমাদের দেশে নানা সময়ে দলিত সম্প্রদায়ের মানুষও অত্যাচারের শিকার হয়েছেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে কেন জয় ভীমের মতো সিনেমা করমুক্ত করা হয় না?'

রাজেশের অভিযোগ, এরপরই কিছু লোক তার ওই পোস্টে ধর্মীয় স্লোগান তুলতে শুরু করে দেন। তাঁকে হুমকিও দেওয়া হয়। তাঁর এই পোস্টের জন্য ক্ষমা চাইতে বলা হয়। তাঁকে একে পাঠানো হয় গ্রামের একটি মন্দিরে। গ্রামের মাথারা উপস্থিত ছিলেন সেখানে। তিনি বলেন, 'আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমার ওপর কোন অত্যাচার করা হবে না। তা সত্ত্বেও আমাকে ১১ জন মন্দিরে নাক খত দিতে বাধ্য করে। এরপরই আমি পুলিশের দ্বারস্থ হই।'

পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে হুমকি, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী বুধবার বলেছেন যে, কোটা জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ১৪৪ ধারা রদ করা হয়েছে। প্রসঙ্গত, আইনশৃঙ্খলার প্রশ্নে গত ২১ মার্চ কোটা জেলা প্রশাসন ১৪৪ ধারা লাগু করে।

রাজেশ কুমার মেঘওয়াল
'কাশ্মীর ফাইলস'-এ যাঁরা ছিন্নমূল হওয়ার যন্ত্রনা দেখেছেন, তাঁরা নিশ্চয় NRC বা CAA-র বিরোধিতা করবেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in