লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি, লোকসভা টিভির সৌজন্যে

মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল I-N-D-I-A

এই একই ইস্যুতে পৃথক ভাবে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)।
Published on

মণিপুর নিয়ে সংসদে চলমান অচলাবস্থার মধ্যেই লোকসভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিরোধী জোট I-N-D-I-A । I-N-D-I-A-র হয়ে এই অনাস্থা প্রস্তাব পেশ করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

 গত ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। সেদিন থেকেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ। উভয় কক্ষেই অচলাবস্থা চলছে।

এই একই ইস্যুতে পৃথক ভাবে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বিআরএসের হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন সাংসদ নামা নাগেশ্বর রাও।

যদিও বিরোধী জোটের সাংসদ-সংখ্যা হিসেব করলে এই অনাস্থা প্রস্তাবে জয়ী হতে পারবে না I-N-D-I-A। কারণ মোট ৫৪৩ সাংসদের মধ্যে ৩৩২ জনের সমর্থন রয়েছে শাসক পক্ষের দিকে। তবে বিরোধী দলগুলির যুক্তি, বিতর্কের সময় মণিপুর ইস্যুতে সরকারকে কোণঠাসা করতেই এই অনাস্থা প্রস্তাব এনেছে তারা।

অন্যদিকে বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব সম্পর্কে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির উপর মানুষের আস্থা রয়েছে। বিরোধীরা আগেও অনাস্থা প্রস্তাব এনেছেন। কিন্তু মানুষ ওদের উচিত শিক্ষা দিয়েছে।”

লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিরোধী জোট 'I-N-D-I-A'-কে জঙ্গিগোষ্ঠীর সাথে তুলনা প্রধানমন্ত্রীর, 'ভয় পেয়েছেন', পাল্টা বিরোধীরা
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Rahul Gandhi: "যা খুশি তাই বলতে পারেন মিঃ মোদী, আমরা INDIA" - প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণে রাহুল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in