Dr Manmohan Singh: 'নম্র' থেকে 'জাদুকর' - মনমোহন সিং-কে যেভাবে 'স্মরণ' বাংলার সংবাদ পত্রিকাগুলির

People's Reporter: 'আনন্দবাজার পত্রিকা' থেকে 'এই সময়' প্রায় সকল দৈনিক পত্রিকাতেই প্রথম পাতায় আছেন মনমোহন সিং। কেউ লিখেছেন 'নম্র প্রধানমন্ত্রী' তো কেউ লিখেছেন 'জাদুকর'।
Dr Manmohan Singh: 'নম্র' থেকে 'জাদুকর' - মনমোহন সিং-কে যেভাবে 'স্মরণ' বাংলার সংবাদ পত্রিকাগুলির
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর শেষকৃত্যের সাক্ষী হতে শনিবার রাজধানীতে মানুষের ঢল নামে। পাশাপাশি দেশের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় মনমোহন সিং-কে নানাভাবে স্মরণ করা হয়েছে। ইংরাজী পত্রিকার সাথে বাংলার জনপ্রিয় পত্রিকাগুলিতেও জায়গা করে নিয়েছেন মনমোহন সিং।

'আনন্দবাজার পত্রিকা' থেকে 'এই সময়' প্রায় সকল দৈনিক পত্রিকাতেই প্রথম পাতায় আছেন মনমোহন সিং। কেউ লিখেছেন 'নম্র প্রধানমন্ত্রী' তো কেউ লিখেছেন 'জাদুকর'।

ছবি - আনন্দবাজার ই-পেপার থেকে স্ক্রীনশট

আনন্দবাজার পত্রিকায় মনমোহন সিং-কে 'নম্র' নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। খুব বেশি কথা বলতেন না তিনি। তবে বিশ্ব অর্থনীতিতে ভারতকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছিলেন - এমনভাবে বর্ণনা করা হয়েছে।

ছবি - সংবাদ প্রতিদিনের ই-পেপারের স্ক্রীনশট

সংবাদ প্রতিদিন-এর প্রথম পাতাতেও মনমোহন সিং-কে শ্রদ্ধা জানানোর ছবি। যেখানে দেখা যাচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানাচ্ছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।

এই সময় মনমোহন সিং-কে জাদুকর হিসেবে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, 'উন্নত' ভারতের নেপথ্যে জাদুকর মনমোহন। ৯০ এর দশকের গোড়ায় অর্থমন্ত্রী হিসেবে ভারতকে মুক্ত অর্থনীতির পথ দেখানো, তারপর ২০০৪ সাল থেকে ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে একের পর এক সংস্কার, ভারতের ধসে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার রূপকার হিসাবেই বারবার উঠে এসেছে 'দ্য ফেমাস ব্লু টার্বান'-এর নাম।

গণশক্তি প্রত্রিকার প্রথম পেজের হেডলাইন - 'দলমত নির্বিশেষে শ্রদ্ধা প্রয়াত মনমোহন সিংকে'

এছাড়া দেশের প্রথম সারির কয়েকটি ইংরেজি পত্রিকার হেডলাইন দেখে নেওয়া যাক -

টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতায় ডঃ সিংকে "ভারতের স্বপ্নকে মুক্তকারী ব্যক্তি" হিসেবে বর্ণনা করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, "কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে তাঁর তুলনা চলে না। যে কোনও ঝড়ো খারাপ খবরেও তিনি ধীর স্থির থাকতেন। মুখে হাসি থাকতো।"

টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতা
টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতা

দ্য টেলিগ্রাফ-এ প্রশাসক হিসেবে মনমোহন সিং-এর একাধিক রূপ দেখানো হয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে, "অনেক অনেক আগে, ভারত নামে একটি দেশ ছিল এবং কিছু সময়ের জন্য ডঃ মনমোহন সিং নামে এক জ্ঞানী শাসক সেই দেশের শীর্ষস্থানে থাকা ভাগ্যের ব্যাপার ছিল,"

উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ১৫ নাগাদ কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র মরদেহ বের করা হয়। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। সেখানেই শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দেশে বিদেশের অন্যান্য নেতারা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র শেষকৃত্য সম্পন্ন হয়।

Dr Manmohan Singh: 'নম্র' থেকে 'জাদুকর' - মনমোহন সিং-কে যেভাবে 'স্মরণ' বাংলার সংবাদ পত্রিকাগুলির
Farmers Protest: অনশনরত কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি না করলে আদালত অবমাননা হবে - সুপ্রিম কোর্ট
Dr Manmohan Singh: 'নম্র' থেকে 'জাদুকর' - মনমোহন সিং-কে যেভাবে 'স্মরণ' বাংলার সংবাদ পত্রিকাগুলির
মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা দেবে কেন্দ্র, বিতর্কের মধ্যে রাতেই বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in