

মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। চপার ভেঙে মৃত্যু হয়েছে ৭ জনের। কেদারনাথে এই দুর্ঘটনাটি ঘটে।
কেদারনাথ থেকে গুপ্তকাশির দিকে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। কিন্তু সেখানে যাওয়া হল না আর। সকাল ১১টা ৪৫মিনিট নাগাদ কেদারনাথ থেকে ২ কিমি দূরে ঘটনাটি ঘটে। ১ জন পাইলট ও ৬ জন তীর্থযাত্রী ছিলেন চপারে। সকলেই মারা যান। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও কেদারনাথ থেকে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল চপারটি। অনুমান করা হচ্ছে সেই জন্যই হয়ত গড়ুর চট্টিতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ট্যুইটারে লেখেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। গড়ুর চট্টির হেলিকপ্টার দুর্ঘটনাটির খবর আমি কয়েকজন আধিকারিকের কাছে থেকে পাই। উদ্ধারকাজের জন্য SDRF ও জেলা প্রশাসনের একাধিক দল পৌঁছে গেছে।" মর্মান্তিক এই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন উঠছে, খারাপ আবহাওয়াতেও কীভাবে হেলিকপ্টার উড়তে দেওয়া হল। পাইলটের গাফিলতি নাকি যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি তা তদন্তের পরেই জানা যাবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন