
'এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকতে দেখলে, আমাকে ফাঁসিতে ঝোলান।' শুক্রবার, পাঞ্জাবের লুধিয়ানাতে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চ্যালেঞ্জ জানিয়ে একথা বলেছেন আম আদমি পার্টির প্রধান (AAP Chief) ও দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
আপ প্রধান বলেন, 'তাদের (বিজেপি) একটাই উদ্দেশ্য, কেজরিওয়ালকে চোর প্রমাণ করা। সিবিআই আমাকে নয় ঘণ্টা ধরে জেরা করেছে, কিন্তু কিছুই পায়নি। প্রধানমন্ত্রী জি, যে দিন আপনি আমার বিরুদ্ধে দুর্নীতির এক পয়সা প্রমাণ খুঁজে পাবেন, সেদিনই আমাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাবেন। কিন্তু, তার আগে প্রতিদিনকার এই নাটক বন্ধ করুন।'
মণিপুরের (Manipur) অশান্তি ঠেকাতে কেন্দ্রের বিজেপি সরকার ব্যর্থ বলে দাবি করে কেজরিওয়াল আরও বলেন, 'আমরা পাঞ্জাবের মত সীমান্তবর্তী রাজ্য সামলাচ্ছি। কিন্তু, ওরা মণিপুরকেও নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং যখন মণিপুর জ্বলছে, তখন তারা কর্ণাটকে নির্বাচনী সমাবেশ করছে।'
পাঞ্জাবে (Punjab) শান্তি রক্ষায় সরকারের ভূমিকার প্রশংসা করে কেজরিওয়াল বলেন, 'অমৃতপাল সিংয়ের বিষয়টি (Amritpal issue) অত্যন্ত বিচক্ষণতার (maturity) সঙ্গে সামলানোর জন্য আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে অভিনন্দন জানাই।'
একইসঙ্গে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের শিল্পে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন বলে দাবি করেন আপ প্রধান বলেন, 'পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন জানাই। পাঞ্জাবের উন্নতির গতি দেখে আমি খুব খুশি হয়েছি। এই প্রথম পাঞ্জাব উন্নয়ন নতুন উচ্চতাকে স্পর্শ করেছে।'
দুর্নীতি ইস্যুতে বিজেপি'র বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনে কেজরিওয়াল বলেন, 'ওদের নিজের নেতার বিরুদ্ধে বেঙ্গালুরুতে অভিযান চালানো হয়েছে এবং ৮ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাঁকে জেল খাটতে হয়নি। ওদের নেতাদের কাছ থেকে এত টাকা পাওয়া যায়.. কিন্তু কিছুই হয় না।'
প্রসঙ্গত, কর্ণাটকে টেন্ডার মামলায় ঘুষকান্ডে মূল অভিযুক্ত হলেন BJP বিধায়ক কে মাদল বিরুপাক্ষপ্পা (Madal Virupakshappa)। চলতি বছরের মার্চ মাসে, তাঁর বাড়িতে হানা দিয়ে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার করে তদন্তকারী অফিসারেরা। এরপর, তাঁর বিদেশ যাওয়া আটকাতে লুক আউট জারি করে লোকায়ুক্ত। মার্চের শেষে দাভাঙ্গেরে জেলার চান্নাগিরি থেকে তাঁকে গ্রেফতার করে বাসবরাজ বোম্মাই সরকারের পুলিশ।
এদিন, বক্তব্যের মাঝে সেই বিষয়টিকেই সামনে এনেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।