Gujarat: এগোতে পারে গুজরাট বিধানসভা নির্বাচন, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে জল্পনা

সোমবার বিজেপির গুজরাট ইউনিটের সভাপতি সি আর পাতিল এই ইঙ্গিত দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির ইঙ্গিত অনুসারে, ডিসেম্বরে ভোট হওয়ার কথা থাকলেও, নভেম্বরের শেষ সপ্তাহে এই ভোট হতে পারে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গুজরাট বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে ১০-১৫ দিন এগিয়ে আসতে পারে। সোমবার বিজেপির গুজরাট ইউনিটের সভাপতি সি আর পাতিল এই ইঙ্গিত দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির ইঙ্গিত অনুসারে, ডিসেম্বরে ভোট হওয়ার কথা থাকলেও, নভেম্বরের শেষ সপ্তাহে এই ভোট হতে পারে।

২০১৭ সালে, গুজরাট বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল - ৯ এবং ১৪ ডিসেম্বর। গণনা হয় ১৮ ডিসেম্বর। গুজরাট বিধানসভায় ১৮২টি আসন রয়েছে।

সোমবার সকালে আনন্দে দলীয় কর্মীদের উদ্দেশে পাতিল বলেন: "আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া উচিত। নির্বাচন ১০ থেকে ১৫ দিন আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা নভেম্বরের আগে শেষ হবে।"

তিনি আরও বলেন, "আমি নির্বাচনের তারিখ ঘোষণা করার কেউ নই, তবে আমি এটিকে একটি সম্ভাবনা হিসাবে দেখছি।"

আশ্চর্যজনকভাবে, যখন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দুদিনের গুজরাট সফরে এসেছেন সেইসময় পাতিল এই ধরণের বিবৃতি দিয়েছেন।

ছবি প্রতীকী
Gujarat: কংগ্রেসের ৬৪ জন বর্তমান বিধায়ককে ফের মনোনয়নের আর্জি জানাবেন বিরোধী দলনেতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in