
গুজরাট বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে ১০-১৫ দিন এগিয়ে আসতে পারে। সোমবার বিজেপির গুজরাট ইউনিটের সভাপতি সি আর পাতিল এই ইঙ্গিত দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির ইঙ্গিত অনুসারে, ডিসেম্বরে ভোট হওয়ার কথা থাকলেও, নভেম্বরের শেষ সপ্তাহে এই ভোট হতে পারে।
২০১৭ সালে, গুজরাট বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল - ৯ এবং ১৪ ডিসেম্বর। গণনা হয় ১৮ ডিসেম্বর। গুজরাট বিধানসভায় ১৮২টি আসন রয়েছে।
সোমবার সকালে আনন্দে দলীয় কর্মীদের উদ্দেশে পাতিল বলেন: "আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া উচিত। নির্বাচন ১০ থেকে ১৫ দিন আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা নভেম্বরের আগে শেষ হবে।"
তিনি আরও বলেন, "আমি নির্বাচনের তারিখ ঘোষণা করার কেউ নই, তবে আমি এটিকে একটি সম্ভাবনা হিসাবে দেখছি।"
আশ্চর্যজনকভাবে, যখন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দুদিনের গুজরাট সফরে এসেছেন সেইসময় পাতিল এই ধরণের বিবৃতি দিয়েছেন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন