Gujarat: সামনেই বিধানসভা নির্বাচন, গুজরাট বিজেপিতে প্রকট হচ্ছে অন্তর্দ্বন্দ্ব: সূত্র

পারঘি বলেন, ‘দলের উচিত, দান্তা বিধানসভা কেন্দ্রে স্থানীয় ST প্রার্থী দেওয়া। আর তা হলে, ১.৩০ লক্ষ ডুংরি ভীল আদিবাসীরা দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করবে। অন্য কিছু হলে, আমরা তাকে জয়ের প্রতিশ্রুতি দেব না।’
Gujarat: সামনেই বিধানসভা নির্বাচন, গুজরাট বিজেপিতে প্রকট হচ্ছে অন্তর্দ্বন্দ্ব: সূত্র
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে BJP-র অন্দরে বাড়ছে দ্বন্দ্ব। বিভিন্ন ইস্যুতে তৈরি হচ্ছে মতপার্থক্য।

সূত্রের খবর, দান্তা বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থী করার দাবিতে সরব হয়েছে বানাসকাঁথার দলিত নেতারা। অন্যদিকে, অন্তর্দ্বন্দ্বের জেরে রাজকোট জেলা পঞ্চায়েতের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সহদেবসিংহ জাদেজা (Sahdevsinh Jadeja)।

সম্প্রতি, এক জনসভায় বানাসকাঁথার বিজেপি ST-মোর্চার সভাপতি লাধুভাই পারঘি (Ladhubhai Parghi) বলেন, ‘দলের উচিত, দান্তা বিধানসভা কেন্দ্রে স্থানীয় ST প্রার্থী দেওয়া। আর তা হলে, ১.৩০ লক্ষ ডুংরি ভীল আদিবাসীরা দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করবে। অন্য কিছু হলে, আমরা তাকে জয়ের প্রতিশ্রুতি দেব না।’

তবে, লাধুভাই পারঘি’র এই মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেন গুজরাট BJP ST মোর্চার সভাপতি হারসাদ ভাসাভা (Harsad Vasava)। তিনি জানান, ‘ST-র জেলা সভাপতি হিসাবে পারঘির বক্তব্য অযৌক্তিক। আশাকরি তিনি দলীয় নীতি অনুসরণ করবেন। একজন নেতা হিসাবে তাঁর প্রার্থী নির্বাচনের পদ্ধতি জানা উচিত।’

অন্যদিকে, দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজকোট জেলা পঞ্চায়েতের কার্যনির্বাহী কমিটির সভাপতি সহদেবসিংহ জাদেজা। কি কারণে পদত্যাগ? দলীয় সূত্রে খবর, জেলা পঞ্চায়েত সভাপতি ভূপতভাই বোদার (Bhupatbhai Bodar) যেভাবে প্রশাসনিক কাজে অরিতিক্ত হস্তক্ষেপ করছেন, তার জেরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাদেজা।

এদিকে, বিজেপি জেলা কমিটির সভাপতি মনসুখভাই খাচারিয়া (Mansukhbhai Khachariya) IANS-কে জানিয়েছেন, ‘জাদেজার কাছ থেকে দল এখনও কোনও পদত্যাগ পায়নি। তবে, প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন। এটা সত্যি, একসময় তিনি পারিবারিক ও ব্যবসায়িক কাজের জন্য পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি।’

Gujarat: সামনেই বিধানসভা নির্বাচন, গুজরাট বিজেপিতে প্রকট হচ্ছে অন্তর্দ্বন্দ্ব: সূত্র
রাজ্যসভায় বিহার এফেক্ট - সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেও ধাক্কা NDA জোটের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in