
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার রাজস্থান থেকে গ্রেফতার করা হল সরকারি কর্মী তথা প্রবীণ কংগ্রেস নেতার প্রাক্তন সহকারীকে। বুধবার জয়সলমীরের একটি সরকারি দপ্তর থেকে তাঁকে আটক করেছে রাজস্থান সিআইডি এবং জয়পুরের বিশেষ গোয়েন্দা দল।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম সাকুর খান মাঙ্গালিয়া। জয়সলমীর জেলার বাসিন্দা সাকুর বর্তমানে রাজ্যের কর্মসংস্থান দফতরে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত সাকুর নানা রকমের সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে জড়িত। অভিযোগ, পাকিস্তানের দূতাবাসের এক কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।
জানা গেছে, গোপন সূত্রে সাকুরের বিরুদ্ধে এহেন অভিযোগ পাওয়ার পর থেকেই তাঁর উপর কড়া নজরদারি চালায় গোয়েন্দা সংস্থাগুলি। শেষমেষ বুধবার তাঁকে আটক করে রাজস্থান সিআইডি এবং জয়পুরের বিশেষ গোয়েন্দা দল।
পুলিশ সুপার সুধীর চৌধুরী বলেন, ‘‘নানা রকম সন্দেহজনক কার্যকলাপে তাঁর জড়িত থাকার বিষয়ে সদর দফতর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাঁকে আটক করেছি। সাকুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে"।
সূত্রের খবর, গোয়েন্দা দল সাকুরের মোবাইল থেকে একাধিক পাকিস্তানের নম্বর পেয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন অতীতে ৬-৭ বার পাকিস্তানে গিয়েছেন তিনি। তবে সাকুরের মোবাইল থেকে এখনও পর্যন্ত কোনও সামরিক কিংবা নিরাপত্তা বিষয়ক সংবেদনশীল তথ্য বা ভিডিয়ো পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন, সেই সমস্ত ভিডিও মোবাইল থেকে মুছে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সাকুরের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া তাঁর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাকুরকে জয়পুরের কেন্দ্রীয় তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সাকু্র আগে কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী শালে মোহাম্মদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। শালে এবং সাকুর দু'জনেই একই গ্রামের বাসিন্দা।
এদিকে সাকুরের গ্রেফতারিতে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য কটাক্ষ করে বলেন, "পাকিস্তানের হয়ে গুণগান করা কংগ্রেসের রক্তে আছে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন