
অমানবিক ঘটনা তামিলনাড়ুতে। ঋতুস্রাবের কারণে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ ওঠে কোয়েম্বাটুর জেলায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অন্যদিকে, গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে শিক্ষা দফতরে যান পড়ুয়ার মা। শিক্ষা আধিকারিকের হাতে ভিডিও তুলে দিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটুর জেলার কিনাথুকাদাভু তালুকের সেনগুত্তাইপালায়ম গ্রামের স্বামী চিদভান্দা ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলে অষ্টম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা। জানা গেছে, গত ৫ এপ্রিল ঋতুস্রাব হয় তাঁর। ৭ এপ্রিল ছিল অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের পড়ুয়া। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ সেই কথা জানতে পেরে ছাত্রীকে শ্রেণিকক্ষে ঢুকতে বাধা দেয়। জানানো হয়, ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে হবে তাকে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে এই বিষয়টি জানান ছাত্রী।
পরের দিন অর্থাৎ ৮ এপ্রিলও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একই অভিযোগ উঠছে। সে দিন ছিল সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। সেদিনও ওই ছাত্রীকে ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে হয়েছে। সেদিনই এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে শিক্ষা দফতরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
অন্যদিকে, এই খবর প্রকাশ্যে আসার পর স্কুলের এই ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। কেন ওই ছাত্রীকে আলাদা বসানো হল, ওই ছাত্রীর অপরাধ কী, প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। পাশাপাশি, জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা দফতরের পক্ষ থেকে এই ঘটনার আলাদা আলাদা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন