Gautam Adani: বিশ্বের তৃতীয় ধনী আদানি, এশিয়ার প্রথম ব্যক্তি হিসাবে নয়া নজির! অনেক পিছনে আম্বানি

গৌতম আদানির মোট সম্পদের মূল্য ১৩৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত ৮ মাসে আদানির সম্পদ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার। আম্বানির বেড়েছে ২ বিলিয়নেরও কম।
গৌতম আদানি
গৌতম আদানিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। এশিয়ার মধ্যে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই রেকর্ড করেছেন। জানা যাচ্ছে, চীনের জ্যাক মা (Jack Ma) এবং ভারতের মুকেশ আম্বানি (Mukesh Ambani)-ও কখনো এই স্থান ছুঁতে পারেননি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index)-এর তথ্য অনুসারে, গৌতম আদানির মোট সম্পদের মূল্য ১৩৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর এই সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি। একইসঙ্গে, বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের মালিক ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)-কে পেছনে ফেলে দিয়েছেন আদানি।

এই মুহূর্তে বিশ্বের ধনী ব্যক্তি হিসাবে প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। তাঁর মোট সম্পদের মূল্য ২৫১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস (Jeff Bezos)। তাঁর মোট সম্পদের মূল্য ১৫৩ বিলিয়ন ডলার। তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছেন বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের মূল্য ১৩৬ বিলিয়ন ডলার।

অন্যদিকে, বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পাননি রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানী। ৯১.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি ১১ স্থানে রয়েছেন।

আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর সংস্থাই এখন ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা, দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা।

ব্লুমবার্গ জানিয়েছে, ২০২২ সালে গৌতম আদানির সম্পদ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার। গত ৮ মাসে, এই বিপুল পরিমান সম্পদ বাড়াতে পারেননি বিশ্বের কোনও ব্যবসায়ী। অন্যান্যদের তুলনায় পাঁচগুণ বেশি সম্পদ বাড়িয়েছে আদানি। এই সময়ের মধ্যে আম্বানির সম্পদ বেড়েছে ২ বিলিয়নেরও কম। শেষ ১ মাসে আম্বানির সম্পদ যেখানে ৮৩৬ মিলিয়ন কমেছে, সেখানে আদানির বেড়েছে ১.১২ বিলিয়ন।

গত ফেব্রুয়ারি মাসে প্রথম আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হন আদানি। এরপর এপ্রিল মাসে ১০০ বিলিয়ন ডলারের মালিক হন তিনি। শুধু তাই নয়, গত জুলাই মাসে, মাইক্রোসফট কর্পোরেশনের বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে ওঠেন আদানি। এক মাসের ব্যবধানে সেই সম্পদের পরিমাণ বাড়িয়ে হলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।

তবে, আদানি গোষ্ঠীর মাথায় এখন বিপুল অঙ্কের দেনাও রয়েছে। আর্থিক পরামর্শদাতা সংস্থা ক্রেডিটসাইটস সম্প্রতি জানায়, আদানি গ্রুপ অনেকটাই 'ওভারলেভারেজড'। এর ফলে, তারা এখন থেকে খুব সাবধানী না হলে ঋণের ফাঁদে পড়তে পারে।

গৌতম আদানি
Sri Lanka: আদানিকে বিদ্যুৎ কেন্দ্র গড়তে দিতে অনুরোধ মোদীর, বিতর্কের পর অস্বীকার শ্রীলঙ্কান আমলার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in