Lok Sabha Polls 24: ভোট আবহে বিজেপিতে যোগ দিল্লির প্রাক্তন কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলির

People's Reporter: ২০০৩-২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন লাভলি। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তবে ন’মাসের মধ্যে ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি।
অরবিন্দর সিং লাভলি
অরবিন্দর সিং লাভলিছবি - সংগৃহীত

জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকালে দিল্লির বিজেপি কার্যালয়ে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে।

লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট মেনে নিতে পারেননি অরবিন্দর সিং লাভলি। দল থেকে ইস্তফা দেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে লেখা নিজের ইস্তফা পত্রে লাভলি জানিয়েছিলেন, আপের বহু নেতা দুর্নীতি মামলায় জেলে। তবুও কংগ্রেস লোকসভা নির্বাচনে আপের সঙ্গেই জোট করেছে। তবে দল ছাড়লেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, অন্য দলে যোগ দেবেন না তিনি। যদিও সেই কথা তিনি রাখতে পারলেন না।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন লাভলি। ২০১৩-১৫ দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও ছিলেন। ২০১৫ সালে ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি। এরপর ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তবে বিজেপিতে যোগদানের ন’মাসের মধ্যে ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি।

এদিন অরবিন্দর সিং লাভলির সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও চার কংগ্রেস নেতা। প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজ কুমার চৌহান, নসীব সিং, নীরজ বসোয়া এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মল্লিকও বিজেপিতে যোগ দিয়েছেন।

অরবিন্দর সিং লাভলি
Lok Sabha Polls 24: আদর্শ আচরণবিধি লঙ্ঘন! অমিত শাহ-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে কংগ্রেস
অরবিন্দর সিং লাভলি
Lok Sabha Polls 24: দীপ্সিতাকে কটাক্ষ কল্যাণের, প্রতিবাদ করায় আক্রান্ত প্রৌঢ় দম্পতি, অভিযুক্ত তৃণমূল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in