

নির্বাচন কমিশনের কাছে অমিত শাহ-র বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানালো তেলেঙ্গানা কংগ্রেস। পাশাপাশি আরও ৩ বিজেপি নেতার বিরুদ্ধেও একই অভিযোগ করেছে হাত শিবির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ-র বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলো। কংগ্রেসের অভিযোগ, গত ১ মে একটি নির্বাচনী জনসভা করেছিলেন অমিত শাহ। ওই জনসভাতেই বেশ কয়েকজন শিশুর হাতে বিজেপির প্রতীক আঁকা পতাকা দেখা যায়। অমিত শাহ-র সামনেই এই ঘটনা ঘটেছে। কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের কাজে কোনো শিশুকে ব্যবহার করা যাবে না। কিন্তু বিজেপি নিয়ম মানছে না।
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসে সহ-সভাপতি নীরঞ্জন রেড্ডি রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে মেইল করে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলিকে শিশুদেরকে নির্বাচন সম্পর্কিত প্রচার বা কাজকর্ম থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছে। তার পরও শাহের সভায় শিশুদের দেখা গিয়েছে।
নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি হায়দরাবাদ পুলিশের কাছেও অভিযোগ করেছে কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অমিত শাহ-র পাশাপাশি তিন বিজেপি নেতা ইয়ামান সিং, বিধায়ক টি রাজা সিং এবং জি কিষাণ রেড্ডির নাম রয়েছে এফআইআর-এ। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রজু হয়েছে বলেই জানা গেছে।
উল্লেখ্য, হায়দারাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন মাধবীলতা। ১৯৮৯ সাল থেকে এই আসনে জিতে আসছে এআইএমআইএম। ২০০৯ সাল থেকে জিতছেন এআইএমআইএম-র আসাউদ্দিন সিদ্দিকি। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ৩ লক্ষ ভোটে জিতেছিলেন তিনি। এবারেও প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১৩ মে এই লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন