Forex Reserves: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন, কমলো $৩.৮৫ বিলিয়ন ডলার!

অর্থনীতিবিদরা জানিয়েছেন, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা (টাকা) যাতে শক্তি না হারায়; তা নিশ্চিত করতে মার্কিন মুদ্রা (ডলার) বিক্রি করছে শীর্ষ ব্যাংক। যে কারণে রিজার্ভ কমছে।
Forex Reserves: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন, কমলো $৩.৮৫ বিলিয়ন ডলার!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

২০২০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শুক্রবার, এক প্রতিবেদনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.৮৫ বিলিয়ন (৩৮০ কোটি) ডলার কমে $৫২৪.৫২ বিলিয়নে (৫২ হাজার ৪৫২ কোটিতে) নেমে এসেছে।

গত বছরের অক্টোবরে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৬৪ হাজার ৫০০ কোটি ডলার। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত কমছে।

রিজার্ভের পতনের জন্য প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদের (FCA – Foreign Currency Asset) পতনকে দায়ী করা হয়েছে। ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে FCA $৩.৫৯ বিলিয়ন কমে $৩৭.২১ বিলিয়ন হয়েছে। সোনার রিজার্ভও $২৪৭ মিলিয়ন (২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) কমে $৩৭.২১ বিলিয়ন (৩ হাজার ৭২০ কোটি ডলার) হয়েছে।

অর্থনীতিবিদরা জানিয়েছেন, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা (টাকা) যাতে শক্তি না হারায়; তা নিশ্চিত করতে মার্কিন মুদ্রা (ডলার) বিক্রি করছে শীর্ষ ব্যাংক। যে কারণে রিজার্ভ কমছে।

শুধু তাই নয়, আমেরিকায় সুদ বৃদ্ধি এবং ভারতে আমদানি বাড়ায় ডলার শক্তিশালী হচ্ছে। ফলে টাকাকে সহায়তা দিতে শীর্ষ ব্যাংককে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে হচ্ছে। যে কারণে বৈদেশিক মুদ্রা ভান্ডারও কমছে।

Forex Reserves: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন, কমলো $৩.৮৫ বিলিয়ন ডলার!
দেড় হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক লোন জালিয়াতি! CBI-র হাতে গ্রেফতার বেসরকারি সংস্থার ডিরেক্টর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in