

ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে বড়োসড়ো ঘাটতি। ১৭ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের তথ্য অনুসারে শেষ ১ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয় কমেছে ১৬০ মিলিয়ন ডলার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ১০ ডিসেম্বর ভারতের ফোরেক্স রিজার্ভ ছিলো ৬৩৫.৮২৮ বিলিয়ন ইউ এস ডলার। যা ১৭ সেপ্টেম্বর কমে হয়েছে ৬৩৫.৬৬৭ বিলিয়ন ইউ এস ডলার।
ভারতের ফোরেক্স রিজার্ভে যুক্ত আছে বৈদেশিক মুদ্রা সম্পদ (FCAs), সোনা, SDRs এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারে (IMF) ভারতের সঞ্চিত অর্থ।
সাপ্তাহিক হিসেবের ভিত্তিতে ভারতের ফোরেক্স রিজার্ভের সবথেকে বড়ো অংশ এফসিএ’এস কমেছে প্রায় ৬৪৫ মিলিয়ন ইউএস ডলার। ১৭ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের হিসেব অনুসারে এফসিএ’এস দাঁড়িয়েছে ৫৭২.২১৬ বিলিয়ন ইউএস ডলার।
যদিও এই সময় দেশের সঞ্চয়ীকৃত সোনার মূল্য বেড়েছে অনেকটাই। প্রায় ৪৭৫ মিলিয়ন ইউএসডলার বেড়ে ভারতের সঞ্চয়ীকৃত সোনার মূল্য দাঁড়িয়েছে ৩৯.১৮৩ বিলিয়ন ইউএস ডলার।
অবশ্য এসডিআর-এর মূল্য প্রায় অপরিবর্তিত আছে। বর্তমানে যার মূল্য ১৯.০৮৯ বিলিয়ন ইউএস ডলার। আইএমএফ-এ ভারতের সঞ্চয়ের মূল্য ৯ মিলিয়ন ইউ এস ডলার বেড়ে দাঁড়িয়েছে ৫.১৭৯ বিলিয়ন ইউএস ডলারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন