শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো $৭৬৩ মিলিয়ন ডলার

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ছিলো $৬৪০.৮৭৪ বিলিয়ন ডলার। যা নেমে এসেছে $৬৪০.১১২ বিলিয়ন ডলারে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে $৭৬৩ মিলিয়ন ডলার।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ছিলো $৬৪০.৮৭৪ বিলিয়ন ডলার। যা নেমে এসেছে $৬৪০.১১২ বিলিয়ন ডলারে।

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈদেশিক মুদ্রা সম্পদ (FCAs), সোনার মজুদ, SDR, এবং IMF-এর কাছে দেশের রিজার্ভ নিয়ে গঠিত।

সাপ্তাহিক ভিত্তিতে, ফোরেক্স রিজার্ভের বৃহত্তম উপাদান এফসিএ, $২.০৯৪ বিলিয়ন কমে $৫৭৫.৪৮৭ বিলিয়ন ডলার হয়েছে।

যদিও দেশের সোনার মজুদের মূল্য $১.৪৬১ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে $৪০.২৩৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, এসডিআর-এর মূল্য $১০৩ মিলিয়ন ডলার কমে $ ১৯.১৮৪ বিলিয়ন ডলার হয়েছে। আইএমএফের কাছে দেশের রিজার্ভ অবস্থান $২৭ মিলিয়ন ডলার কমে $৫.২০১ বিলিয়ন ডলার হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in