রাহুলকে নিয়ে 'ভুয়ো খবর' সম্প্রচারের অভিযোগ, Zee TV-র সাংবাদিকের গ্রেফতারি ঘিরে নাটক যোগী রাজ্যে

সাংবাদিক রোহিত রঞ্জনকে গ্রেফতার করতে গাজিয়াবাদে এসেছিল ছত্তিশগড় পুলিশ। কিন্তু, নাটকীয় ভাবে সেই গ্রেফতারি আটকে দিয়েছে গাজিয়াবাদ থানার পুলিশ।
জি টিভির সঞ্চালক রোহিত রঞ্জন (ডানে)
জি টিভির সঞ্চালক রোহিত রঞ্জন (ডানে)গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে নিয়ে 'ভুয়ো খবর' সম্প্রচারের অভিযোগে উঠেছিল জি টিভির (Zee TV) সঞ্চালক রোহিত রঞ্জনের (Rahit Ranjan) বিরুদ্ধে। এ নিয়ে ছত্তিশগড়ে মামলা দায়ের হয়। মঙ্গলবার, সেই মামলায় সাংবাদিক রোহিত রঞ্জনকে গ্রেফতার করতে গাজিয়াবাদে এসেছিল ছত্তিশগড় পুলিশ। কিন্তু, নাটকীয় ভাবে সেই গ্রেফতারি আটকে দিয়েছে গাজিয়াবাদ থানার পুলিশ। শুধু তাই নয়, ছত্তিশগড় পুলিশের হাত থেকে কেড়ে রোহিত রঞ্জনকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে যোগী রাজ্যের পুলিশ।

কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড় এবং বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। মঙ্গলবার, সকাল থেকেই দুই রাজ্যের পুলিশ রোহিতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য লড়াই শুরু করে। একপর্যায়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে দেখা যায়, একটি ভিডিওতে।

মঙ্গলবার সকালে প্রথমে রোহিত রঞ্জন টুইটারে লেখেন, 'ছত্তিশগড় পুলিশ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমাকে গ্রেফতার করতে। তাও আবার স্থানীয় পুলিশকে না জানিয়ে। এটা কি বৈধ?'

সেইসঙ্গে তিনি 'টুইট বার্তা'টি ট্যাগ করে যোগী আদিত্যনাথ, এসএসপি গাজিয়াবাদ এবং এডিজি জোন লখনউয়ের কাছে সাহায্য চান তিনি। এর উত্তরে গাজিয়াবাদ পুলিশ স্থানীয় পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেয়। টুইটারে গাজিয়াবাদ পুলিশ জানায়, 'গোটা বিষয়টি স্থানীয় পুলিশের গোচরে রয়েছে। ইন্দিরাপুরম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনত পদক্ষেপ করা হবে।'

এই টুইটের পাল্টা ছত্রিশগড়ের রায়পুর পুলিশ জানায়, 'আইনত পদক্ষেপ করছে পুলিশ। গ্রেফতারি পরোয়ান রয়েছে। দয়া করে তদন্তে সহযোগিতা করুন।' রায়পুর পুলিশের সুপার প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ‘দেবেন্দ্র যাদব নামক এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে রোহিত রঞ্জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ২৯৫, ৫০৪, ৫০৫ (২০), ১২০বি, ৪৬৭, ৪৬৯ এবং ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছিল।'

রায়পুরের এসপি দাবি করেন, 'ছত্তিশগড় পুলিশের একটি দল আদালতের পরোয়ানা নিয়ে গাজিয়াবাদে পৌঁছে সঞ্চালককে আটক করেছিল। তবে, তাঁর গ্রেপ্তারির প্রক্রিয়া সম্পন্ন করার সময় স্থানীয় পুলিশ এসে প্রক্রিয়ায় বাধা দেয় এবং পরবর্তীতে রোহিত রঞ্জনকে সেখান থেকে নিয়ে চলে যায়।'

এ নিয়ে কংগ্রেস অভিযোগ করেছে, পুরো বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত। সঞ্চালকের নামে অনেক লঘু অভিযোগ এনে আইনের চোখে ধুলো দিয়ে তাঁকে বাঁচাতেই নিজেদের হেফাজতে নিয়েছে যোগী রাজ্যের পুলিশ।

তবে জানা যাচ্ছে, এ বিষয়ে আগেই ক্ষমা চেয়েছে জি-টিভি। সঞ্চালক রোহিত রঞ্জন বলেছেন, 'গতকাল, আমাদের DNA Show -তে, ভুল ক্রমে রাহুল গান্ধীর বক্তব্যটিকে উদয়পুরের ঘটনার সঙ্গে লিংক করা হয়েছিল। এটি একটি মানবিক ত্রুটি, এর জন্য আমারা ক্ষমাপ্রার্থী।'

জি টিভির সঞ্চালক রোহিত রঞ্জন (ডানে)
'ক্ষমা চান নইলে আইনি ব্যবস্থা নেব' - রাহুলের 'বিকৃত' ভিডিও প্রসঙ্গে নাড্ডাকে কড়া চিঠি কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in