

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে।
বেঙ্গালুরুর সদাশিবনগর থানাতে নির্যাতিতার মা অভিযোগ জানিয়েছেন। ১৭ বছর বয়সী নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ) ধারায় এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্স্যুয়াল অফেন্সেস (পকসো) আইনে বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২ ফেব্রুয়ারি। একটি প্রতারণা মামলায় সাহায্যের জন্য ইয়েদুরাপ্পার কাছে ওই নির্যাতিতা এবং তার মা গিয়েছিল। সেই সময়ই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালান প্রভাবশালী এই বিজেপি নেতা।
এই প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, পুলিশি তদন্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশের ওপর আস্থা আছে। একদম নিরপেক্ষভাবেই তদন্ত করা হবে। তদন্ত শেষ হলে সকলেই জানতে পারবেন আসল অপরাধী কে।
উল্লেখ্য, লোকসভা ভোটের দামামা বেজে গেছে। ইতিমধ্যে দু দফায় মোট ২৬৭ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন ইয়েদুরাপ্পার এক পুত্র রাঘবেন্দ্র, শিমোগা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ অস্বস্তিতে ফেলেছে দলকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন