
ভারত-পাক উত্তেজনার মধ্যে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যম জুড়ে। সেই রকমই একটি খবর সমাজমাধ্যমে ভাইরাল। যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। এমনকি পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এই খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা স্পষ্টভাবেই জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।
ইউজিসির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করে লেখা হয়েছে, “ইউজিসি-র নামে একটা ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই পোস্টে দাবি করা হয়েছে, ইউজিসি সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে যুদ্ধ পরিস্থিতির জেরে। আমরা স্পষ্ট করে জানাচ্ছি যে এই ধরণের কোনও বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে ভুয়ো”।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হবে। সমস্ত পরীক্ষা সূচি মেনে নির্ধারিত সময়েই আয়োজিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, এই ধরণের গুজব ছড়ানো আইনি অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন