ইথিওপিয়ার হেইলি গুব্বি আগ্নেয়গিরির ছাই মেঘের আকার নিয়ে ভারতের রাজধানী দিল্লির আকাশে প্রবেশ করেছে। যার কারণে একাধিক বিমানের পথও পরিবর্তন করতে হয়েছে। তবে এই ছাই বায়ুর গুণগত মানের উপর কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে জানা গেছে।
প্রায় ১০,০০০ বছর পর সুপ্ত আগ্নেয়গিরি হেইলি গুব্বি থেকে রবিবার অগ্ন্যুৎপাত হয়। এর ফলে বিপুল পরিমাণ ছাই বাতাসে ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডলে ছাই এবং সালফার ডাই অক্সাইডের একটি ঘন স্তর তৈরি হয়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আগ্নেয়গিরির এই ছাই লোহিত সাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম ভারতের দিকে ১৩০ কিমি প্রতি ঘন্টা বেগে আসে। এই ছাই প্রথমে রাজস্থানে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে হরিয়ানা, গুজরাট মহারাষ্ট্রের কিছু অংশেও ছড়িয়ে পড়ে। সোমবার রাত ১১টার দিকে এই ছাইয়ের মেঘ রাজধানীতে পৌঁছায়।
তবে চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। কারণ, এই ছাইমেঘ উড়ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। প্রায় ২৫০০০-৪৫০০০ ফুট উচ্চতায় উড়ছে এগুলি। তিনি জানান, "চিন্তার কোনও বিষয় নেই। উত্তর ভারতের উপর দিয়ে চীনের দিকে ছাইয়ের মেঘ ভেসে যাচ্ছে। সন্ধ্যা ৭.৩০টার মধ্যে ভারতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। গতিবেগ থাকবে ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা।"
ছাইয়ের কারণে বিমান চলাচল ব্যাহত হয়। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন জরুরি সতর্কতাও জারি করেছে। ছাইয়ের পরিমাণ বেশি থাকা অঞ্চলগুলি বিমানচালকদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পথ পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাতের পর সতর্কতা হিসাবে কোচি থেকে দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড জানিয়েছে যে প্রভাবিত ফ্লাইটগুলি হল ইন্ডিগোর কোচিন-দুবাই পরিষেবা (6E1475) এবং আকাসা এয়ারের কোচিন-জেদ্দা ফ্লাইট (QP550)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন