বিমানবন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শামিল এয়ারপোর্ট অথোরিটির কর্মীরা, ধর্মঘটের ডাক

প্রতিবাদস্বরূপ বুধবার একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিমানবন্দরের কর্মীরা বড়সড় আন্দোলনে নামতে চলেছেন বলে খবর।
বিমানবন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শামিল এয়ারপোর্ট অথোরিটির কর্মীরা, ধর্মঘটের ডাক
ফাইল চিত্র (সংগৃহীত)
Published on

বেসরকারিকরণের প্রতিবাদে এবার ধর্মঘটে নামতে চলেছেন এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়ার বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা। প্রতিবাদস্বরূপ বুধবার একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিমানবন্দরের কর্মীরা বড়সড় আন্দোলনে নামতে চলেছেন বলে খবর।

এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া ও জয়েন্ট ফোরাম অফ ইউনিয়নসের ব্যানারের অধীনে থাকা সংগঠনের কর্মীরা কেন্দ্রের কাছে আবেদন করেছেন অবিলম্বে এই বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হোক। প্রত্যেক বুধবার এখন থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শামিল এয়ারপোর্ট অথোরিটির কর্মীরা, ধর্মঘটের ডাক
২৭ লাভজনক সংস্থা বেচবে কেন্দ্র, বিক্রি সম্পন্ন ৮ সংস্থার

সম্প্রতি ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর, রায়পুর, ইন্দোর এবং ত্রিশূর বিমানবন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঝারসুগুদা, কুশিনগর, গয়া, কাঙ্গরা, জলগাঁও, জবলপুর এবং সালেম বিমানবন্দর লিজ দেওয়া হয়েছিল। এপ্রিল থেকে শুরু হতে চলা এই বেসরকারিকরণের ফলে ২০ হাজার কোটি টাকা ঘরে আসবে বলে আশা করছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

বিমানবন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শামিল এয়ারপোর্ট অথোরিটির কর্মীরা, ধর্মঘটের ডাক
"হয় সম্পূর্ণ বিলগ্নিকরণ নতুবা বন্ধ", এয়ার ইন্ডিয়া প্রসঙ্গে জানালো কেন্দ্র

উল্লেখ্য, বিমানবন্দরগুলো বেসরকারিকরণ করা হলে লগ্নিকারীদের সুবিধা হলেও এএআই কর্মীদের জন্য কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে। যদি অতীতের ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে এইসব কর্মীরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in