
নির্বাচন কমিশন সম্পর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য এবং তার পাল্টা বিজেপির মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল। বোস্টনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশন আপোষ করেছে এবং এই ব্যবস্থায় অবশ্যই কিছু গণ্ডগোল আছে। তাঁর এই বক্তব্য ঘিরেই উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, গতকাল বোস্টনে স্থানীয় ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, এটা আমাদের কাছে খুব স্পষ্ট যে নির্বাচন কমিশন আপোষ করেছে এবং এই ব্যবস্থায় অবশ্যই কিছু গণ্ডগোল আছে। আমি এর আগেও অনেকবার একথা বলেছি…মহারাষ্ট্রে যত মানুষ আছেন তার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন।
রবিবার আমেরিকার বস্টনে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, “নির্বাচন কমিশন যে আপোস করছে তা আমাদের কাছে খুবই পরিষ্কার। গোটা ব্যবস্থাতেই বিরাট সমস্যা রয়েছে”। রাহুলের দাবি, “মহারাষ্ট্রের যত জনসংখ্যা, তার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্বাচন কমিশন আমাদের ভোটের হার জানায়। সন্ধ্যে সাড়ে সাতটার সময়ে জানা যায়, মাত্র দু’ঘণ্টার মধ্যে আরও ৬৫ লক্ষ ভোট পড়েছে। বাস্তবে এমনটা অসম্ভব”।
ওই সভায় রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন বিকেল সাড়ে পাঁচটার সময় এবং সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যবর্তী সময়ের ভোটের পরিসংখ্যান দিয়েছিল। যাতে দেখা গেছিল ওই সময় ৬৫ লক্ষ ভোটার ভোট দিয়েছেন। যা কার্যত অসম্ভব। একজন ভোটারের ভোট দিতে গড়ে তিন মিনিট সময় লাগে। যদি এই তথ্য নিয়ে অঙ্ক করা হয় দেখা যাবে এর অর্থ হল ভোটাররা ভোর ২টো থেকে লাইন দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। যখন আমরা এর ভিডিও চাইলাম তখন আমাদের ভিডিও দেওয়া হয়নি এবং আইন বদল করে জানানো হয়েছে আমরা ভিডিও চাইতে পারিনা।
রাহুল গান্ধীর এই বক্তব্যের পরেই সরাসরি আক্রমণের রাস্তায় হেঁটেছে বিজেপি। দলের মুখপাত্র সি আর কেশবন কংগ্রেস নেতার মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, রাহুল গান্ধী আরও একবার বিদেশের মাটিতে ‘ভারত বদনাম যাত্রা’ করতে বেরিয়েছেন। সেখানে গিয়ে তিনি ভারতের সাংবিধানিক সংস্থাকে নিয়ে সমালোচনা করছেন। আরও একবার তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। যদিও তাতে তিনি ব্যর্থ হয়েছেন।
কেশবনের অভিযোগ, “রাহুল গান্ধী আমেরিকাতে মিথ্যাচার করে ভারতের নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় নির্বাচন ব্যবস্থা এবং ভারতের ভোটার নিবন্ধনের প্রশংসা করেছেন। এখান থেকেই পরিষ্কার কোনও কিছু বিবেচনা না করে অজ্ঞদের মতো কথা বলেন রাহুল গান্ধী”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন