Rahul Gandhi: ২৫বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প, কিন্তু মোদী এখনও নীরব: রাহুল গান্ধী

People's Reporter: রাহুলের দাবি, “একদিকে আপনি বলছেন অপারেশন সিঁদুর চলছে, আর অন্যদিকে, আপনি বলছেন আমরা জিতে গেছি। দুটো একসাথে তো চলতে পারে না। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়"।
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীফাইল ছবি
Published on

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি করিয়েছেন তিনিই - একাধিক বার প্রকাশ্যে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুকে হাতিয়ার করে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারকে একাধিক বার নিশানা করেছে বিরোধীরা। এবার বাদল অধিবেশনেও এই নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের প্রশ্ন, ট্রাম্প ২৫ বার সংঘর্ষবিরতির কথা বললেও, আমাদের প্রধানমন্ত্রী এখনও চুপ আছেন কেন এই বিষয়ে?

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। প্রথম দিন পহেলগাঁও হামলা এবং আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে নীরাবতা পালনের পর শুরু হয় অধিবেশন। তারপরই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি এবং অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে বিবৃতি দেওয়ার দাবি জানান বিরোধীরা। যা নিয়ে হট্টগোলের জেরে প্রথম দিন মুলতবি হয়ে যায় অধিবেশন। সরকারের তরফ থেকে আগামী সপ্তাহে দুই কক্ষ মিলিয়ে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে আলোচনার জন্য। কিন্তু বিরোধীরা আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এড়াতে চাইছেন।

বুধবার এনিয়ে সাংবাদিকদের সামনে বিরোধী দলনেতা বলেন, “ডোনাল্ড ট্রাম্প ২৫ বার প্রকাশ্যে দাবি করেছেন, তিনি ভারত-পাক যুদ্ধবিরতি করিয়েছেন। যুদ্ধবিরতি করার ট্রাম্প কে? এটা তাঁর কাজ নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একবারের জন্যও এর কোনও উত্তর দেননি।"

তিনি বলেন, "একদিকে আপনি বলছেন অপারেশন সিঁদুর চলছে, আর অন্যদিকে, আপনি বলছেন আমরা জিতে গেছি। দুটো একসাথে তো চলতে পারে না। হয় এটি চলছে, নয়তো এটি শেষ। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।"

রাহুলের বক্তব্য, “প্রধানমন্ত্রী এ নিয়ে বিবৃতি দেবেনই বা কী করে? কীই বা বলবেন? মেনে নেবেন যে ট্রাম্পই যুদ্ধবিরতি করেছেন? সেটা তো বলতে পারবেন না"।

এমনকি অপারেশন সিঁদুর-পরবর্তী ভারতের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। অভিযোগ, "আমাদের বিদেশনীতি ধ্বংস করে দিয়েছে। কেউ আমাদের সমর্থন করেনি"।

উল্লেখ্য, গত ৬ মে রাতে পহেলগাঁও হামলার বদলা হিসাবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি উদ্দেশ্য করে হামলা চালায় ভারত। পাল্টা পাকিস্তান হামলা চালালে দু'দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। চারদিনের মাথায় ১০ মে আচমকা দু'দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বাণিজ্যচুক্তির ভয় দেখিয়ে দুই দেশকে যুদ্ধ থামাতে রাজি করিয়েছেন তিনি। ভারত সেই দাবি খারিজ করে জানায়, পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির আবেদন এসেছিল। কিন্তু এরপরও একাধিকবার ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন ভারত-পাক সংঘর্ষবিরতির আসল কৃতিত্ব তাঁর।

নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
Rahul Gandhi: ‘ভারতে ভোট জালিয়াতি হচ্ছে, এটা সত্যি' - এবার কর্ণাটকে 'ভোট চুরির' অভিযোগ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
WB Industry: তৃণমূল শাসনের ১৪ বছরে ৬,৬৮৮ কোম্পানির পশ্চিমবঙ্গ ত্যাগ, রাজ্যসভায় জানালেন মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in