

আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশজুড়ে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। যার জেরে ভারতে ৫০ হাজারের বেশি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে। এমনকি এই সংগঠনের সদস্যরা যদি কোনও চেম্বারে বসেন আজ সেই চেম্বারও বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠন।
কলকাতা থেকে মুম্বই, শ্রীনগর থেকে কন্যাকুমারী দেশের প্রায় সর্বত্র আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড সহ অন্যান্য দেশেও মানুষ গর্জে উঠছেন দোষীদের শাস্তির দাবিতে। আজ ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন IMA-র সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভারতে প্রায় ৪ লক্ষ চিকিৎসক কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার বিচার চাইছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালের চিকিৎসকদের বারবার হেনস্থার শিকার হতে হয়। দেশে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বিশেষ করে মহিলা চিকিৎসকদের। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে, নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হবে।
অন্যদিকে, চিকিৎসকদের কর্মবিরতির জন্য ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা। দেশের পাশাপাশি কলকাতাতেও রোগি ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন