RG Kar Case: সরকারি অনুদান প্রত্যাখান একাধিক পুজো কমিটির, 'আঁতলামি, বিপ্লবীয়ানা' কটাক্ষ কুণালের

People's Reporter: কুণাল জানান, “যাঁরা টাকা প্রত্যাখ্যান করার আঁতলামি দেখাচ্ছেন, তাঁরা যেন নিজেদের পকেট থেকে এই টাকা দেন। বিপ্লবীয়ানা করছেন, করুন। কিন্তু গরিব মানুষ যেন বঞ্চিত না হন।”“
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান প্রত্যাখ্যান একাধিক পুজো কমিটির
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান প্রত্যাখ্যান একাধিক পুজো কমিটির
Published on

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার অভিনব পদক্ষেপ নিল রাজ্যের বেশ কয়েকটি দুর্গা পুজো কমিটি। দুর্গাপুজোর আয়োজনে সরকারি অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখান করেছে বহু পুজো কমিটি। পুজো কমিটিগুলির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এর তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানান, “পুজো একটি অর্থনীতি। আর সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রী ওই অনুদান ঘোষণা করেন।“  

আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সেই প্রতিবাদের শরিক হয়ে প্রথম সরকারী অনুদান প্রত্যাখানের ঘোষণা করে হুগলীর উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে ৮৫ হাজার টাকা প্রত্যাখানের কথা জানান শক্তি সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তারা। তাঁদের বার্তা, “মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।” পরবর্তীতে একই সিদ্ধান্ত নিতে দেখা যায় আরও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের।

আর পুজো উদ্যোক্তাদের এই ঘোষণায় প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন কুণাল ঘোষ। কটাক্ষের সুরে তিনি জানান, “এটা একটা ক্যাম্পেন শুরু হয়েছে, বীরত্ব দেখানোর। আপনাদের অনেক টাকা আছে, তাই নিচ্ছেন না, ভালো কথা। কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান, ৮৫ হাজার টাকা নয়। বাংলাতেই আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ।“

কুণাল আরও জানান, “যাঁরা ৮৫ হাজার টাকা নিচ্ছেন না, তাঁদের বলি, পুজো একটা অর্থনীতি। কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে। ডেকরেটর্স, আলো, প্রতিমাশিল্পী, ফুলচাষি, কুটিরশিল্প – এই সকলের কাছে যাতে টাকা পৌঁছায়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য ৮৫ হাজার টাকা দেওয়া। যাঁরা বয়কট করছেন, তাঁরা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়, তার জন্য মমতা বন্দ্য়োপাধ্যায় ৮৫ হাজার করে টাকা দিচ্ছেন।”

এরপর কুণাল মনে করিয়ে দেন, “গরিব মানুষ, মুটে-মজুর-কুলিরাও কিন্তু পুজোয় বিসর্জনের দিন রংচঙে জামা পড়ে বিউগল নিয়ে, তাসা পার্টি নিয়ে যায়। যাঁরা টাকা প্রত্যাখ্যান করার আঁতলামি দেখাচ্ছেন, তাঁরা যেন নিজেদের পকেট থেকে এই টাকা দেন। বিপ্লবীয়ানা করছেন, করুন। কিন্তু গরিব মানুষ যেন নিজেদের টাকা পাওয়া থেকে বঞ্চিত না হন।”

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান প্রত্যাখ্যান একাধিক পুজো কমিটির
গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর সকালে ফের CBI দপ্তরে সন্দীপ ঘোষ, সাংবাদিকদের একটিই অনুরোধ করলেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in