Hyderabad: সম্পত্তি নিয়ে বিবাদ! ছুরি দিয়ে শিল্পপতি দাদুকে ৭০ বার কোপাল নাতি, আক্রমণ মা'কেও

People's Reporter: সম্প্রতি নিজের বড় মেয়ের ছেলে শ্রীকৃষ্ণকে ভেলজান গ্রুপের ডিরেক্টর পদে নিযুক্ত করেন মিঃ রাও। কীর্তি এই ডিরেক্টর পদ দাবি করেন। কিন্তু তাঁকে কোনও পদ দিতে অস্বীকার করেন মিঃ রাও।
ভিসি জর্নাধন রাও
ভিসি জর্নাধন রাওছবি - সংগৃহীত
Published on

সম্পত্তি নিয়ে বিবাদ। যার জেরে ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড। নাতির হাতে খুন হলেন হায়দ্রাবাদের শিল্পপতি ভিসি জর্নাধন রাও (৮৫)। যিনি ভেলজান গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। জানা গেছে, ছুরি দিয়ে ৭৩ বার কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাতি কীর্তি তেজাকে।

জানা গেছে, সম্প্রতি আমেরিকা থেকে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করে হায়দ্রাবাদের ফিরেছেন কীর্তি। বৃহস্পতিবার রাতে মা সরোজিনী দেবীর সঙ্গে দাদুর বাড়িতে যান তিনি। সেখানেই দাদুর সঙ্গে বাদানুবাদে জড়ান। সম্প্রতি নিজের বড় মেয়ের ছেলে শ্রীকৃষ্ণকে ভেলজান গ্রুপের ডিরেক্টর পদে নিযুক্ত করেন মিঃ রাও। কীর্তি এই ডিরেক্টর পদ দাবি করেন। কিন্তু তাঁকে কোনও পদ দিতে অস্বীকার করেন মিঃ রাও। কারণ কীর্তি মাদকাসক্ত। পরিবর্তে কীর্তি তেজাকে ৪ কোটি টাকার শেয়ার হস্তান্তর করেন তিনি। রবিবার রাতে এই নিয়ে বিবাদ চরমে ওঠে।

দাদুর বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন কীর্তি। জানা গেছে, দাদু তাঁকে ছোটবেলা থেকেই কম ভালবাসতেন বলে অভিযোগ করেন তিনি। বাদানুবাদ এক পর্যায়ে চূড়ান্ত আকার ধারণ করে। সেই সময় ছুরি দিয়ে ৮৫ বছরের জর্নাধন রাওকে কোপাতে শুরু করেন কীর্তি। পুলিশ সূত্রে খবর, মোট ৭৩ বার ছুরির আঘাত করা হয়েছে তাঁকে। অন্যদিকে, চিৎকার শুনে কীর্তির মা সরোজিনী রান্নাঘর থেকে ছুটে এসে কীর্তিকে আটকাতে গেলে, তাঁকেও চারবার ছুরি দিয়ে আঘাত করা হয় বলে খবর।

চিৎকার শুনে নিরাপত্তারক্ষীরা ভিতরে এসে জর্নাধন রাও এবং সরোজিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, শিল্পপতিকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন সরোজিনী। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পর নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কীর্তি। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

ভিসি জর্নাধন রাওয়ের ভেলজান গ্রুপ হাইড্রলিক্স যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ, বিভিন্ন শিল্পের নান যন্ত্রপাতি নির্মাণ করে। ৪৫০ কোটির সম্পত্তি এই গ্রুপের। জনার্ধন রাও জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। তিনি এলরুর সরকারি হাসপাতাল এবং তিরুমালা তিরুপতি মন্দিরে বিশাল অর্থ দান করেছিলেন।

ভিসি জর্নাধন রাও
মোদী সরকারের কড়া সমালোচনা! পরপর তিনবার ভিসা বাতিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সমাজকর্মীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in