

নয়াদিল্লি, ২৭ মার্চ: 'কমিটমেন্ট টু প্রফেশনাল মিডিয়া এথিকস' অনুসারে ডিজিটাল মিডিয়ার সংগঠন ডিজিপাব একটি স্বাধীন রিভিউ কমিটি গঠন করেছে। এই কমিটিতে রয়েছেন আইন, অধিকার রক্ষা, প্রশাসন প্রভৃতি সমস্ত ক্ষেত্রের বিশিষ্টরা। ডিজিপাব-এর তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এই কমিটি সদস্যদের মধ্যে রয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, প্রাজ্ঞ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও কর্ণধার স্বর্ণ রাজাগোপালন,সাফাই কর্মচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা বেজওয়ারা উইলসন, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রাক্তন সচিব ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই কমিটির কাজই হবে সদস্য মিডিয়াগুলোর বিষয়বস্তুর স্বচ্ছতা বজায় রাখা।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইনের বিষয়টি মাথায় রেখেই এই নতুন রিভিউ কমিটিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ডিজিপাব-এর সদস্যদের মধ্যে রয়েছে, নিউজলন্ড্রি, দ্য নিউজ মিনিট, নিউজক্লিক, দ্য কুইন্ট, দ্য ওয়্যার, আর্টিক্যাল ১৪, এএলটি নিউজ, বুমলাইভ, এইচডব্লুউ নিউজ, পিপলস রিপোর্টার এবং কোবরাপোস্ট-এর মতো অনলাইন নিউজ পোর্টালগুলো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন