Maharashtra: মহারাষ্ট্রের ৩১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ফড়নবীশের, এক নজরে অতীতের তালিকা

People's Reporter: বৃহস্পতিবার বিকেল ৫ টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
৩১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ
৩১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ
Published on

মহারাষ্ট্রের ৩১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। দেবেন্দ্র ফড়নবীশের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক নজরে দেখে নেওয়া যাক মহারাষ্ট্রের অতীতের মুখ্যমন্ত্রীদের তালিকা –

১. যশবন্তরাও চভান - ১ মে, ১৯৬০ - ১৯ নভেম্বর, ১৯৬২ (কংগ্রেস)

২. মারোতরাও কান্নামওয়ার - ২০ নভেম্বর, ১৯৬২ - ২৪ নভেম্বর, ১৯৬৩ (কংগ্রেস)

৩. বালাসাহেব সাওয়ান্ত - ২৪ নভেম্বর, ১৯৬৩ - ৫ ডিসেম্বর, ১৯৬৩ (কংগ্রেস)

৪. বসন্তরাও নায়েক - ৫ ডিসেম্বর, ১৯৬৩ - ২০ ফেব্রুয়ারি, ১৯৭৫ (কংগ্রেস)

৫. শঙ্কররাও চভন - ২১ ফেব্রুয়ারি, ১৯৭৫ - ১৭ মে, ১৯৭৭ (কংগ্রেস)

৬. বসন্তদাদা পাটিল – ১৭ মে, ১৯৭৭ – ৫ মার্চ, ১৯৭৮ (কংগ্রেস)

৭. বসন্তদাদা পাটিল – ৫ মার্চ, ১৯৭৮ - ১৮ জুলাই, ১৯৭৮ (ভারতীয় জাতীয় কংগ্রেস-ইউআরএস)

৮. শরদ পাওয়ার - ১৮ জুলাই, ১৯৭৮ – ১৭ ফেব্রুয়ারি, ১৯৮০ (ভারতীয় কংগ্রেস-সোশ্যালিস্ট)

৯. এ আর অন্তুলে - ৯ জুন, ১৯৮০ - ২১ জানুয়ারি, ১৯৮২ (কংগ্রেস)

১০. বাবাসাহেব ভোসলে - ২১ জানুয়ারী, ১৯৮২ - ১ ফেব্রুয়ারি, ১৯৮৩ (কংগ্রেস)

১১. বসন্তদাদা পাটিল – ২ ফেব্রুয়ারি, ১৯৮৩ - ৯ মার্চ, ১৯৮৫ (কংগ্রেস)

১২. বসন্তদাদা পাটিল – ১০ মার্চ, ১৯৮৫ - ১ জুন, ১৯৮৫ (কংগ্রেস)

১৩. শিবাজিরাও পাটিল-নিলঙ্গেকর – ৩ জুন, ১৯৮৫ - ৬ মার্চ, ১৯৮৬ (কংগ্রেস)

১৪. শঙ্কররাও চভান - ১২ মার্চ, ১৯৮৬ – ২৬ জুন, ১৯৮৮ (কংগ্রেস)

১৫. শরদ পাওয়ার - ২৬ জুন, ১৯৮৮ - ৪ মার্চ, ১৯৯০ (কংগ্রেস)

১৬. শরদ পাওয়ার - ৪ মার্চ, ১৯৯০ - ২৫ জুন, ১৯৯১ (কংগ্রেস)

১৭. সুধাকররাও নায়েক - ২৬ জুন, ১৯৯১ - ৮ মার্চ, ১৯৯৩ (কংগ্রেস)

১৮. শরদ পাওয়ার - ৯ মার্চ, ১৯৯৩ - ১৩ মার্চ, ১৯৯৫ (কংগ্রেস)

১৯. মনোহর যোশী - ১৪ মার্চ, ১৯৯৫ - ৩১ জানুয়ারি, ১৯৯৯ (শিবসেনা)

২০. নারায়ণ রানে - ১ ফেব্রুয়ারি, ১৯৯৯ - ১৭ অক্টোবর, ১৯৯৯ (শিবসেনা)

২১. বিলাসরাও দেশমুখ - ১৮ অক্টোবর, ১৯৯৯ - ১৬ জানুয়ারি, ২০০৩ (কংগ্রেস)

২২. সুশীলকুমার শিন্ডে - ১৮ জানুয়ারি, ২০০৩ - ৩০ অক্টোবর, ২০০৪ (কংগ্রেস)

২৩. বিলাশরাও দেশমুখ – ১ নভেম্বর, ২০০৪ - ৪ ডিসেম্বর, ২০০৮ (কংগ্রেস)

২৪. অশোক চভান - ৮ ডিসেম্বর, ২০০৮ - ৬ নভেম্বর, ২০০৯ (কংগ্রেস)

২৫. অশোক চভান - ৭ নভেম্বর, ২০০৯ - ৯ নভেম্বর, ২০১০ -এ পদত্যাগ করেছেন (কংগ্রেস)

২৬. পৃথ্বীরাজ চভান - ১১ নভেম্বর, ২০১০ - ২৬ সেপ্টেম্বর, ২০১৪-এ পদত্যাগ করেছিলেন (কংগ্রেস)

২৭. দেবেন্দ্র ফড়নবীশ - ৩১ অক্টোবর, ২০১৪ - ১২ নভেম্বর, ২০১৯ (বিজেপি)

২৮. দেবেন্দ্র ফড়নবীশ - ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০১৯ (বিজেপি)

২৯. উদ্ধব ঠাকরে: ২৮ নভেম্বর, ২০১৯ - ৩০ জুন, ২০২২ (শিবসেনা)

৩০. একনাথ শিন্ডে: ৩০ জুন, ২০২২ - ৫ ডিসেম্বর, ২০২৪ (শিবসেনা)

মেয়াদ অনুসারে, কংগ্রেসের ২১ জন মুখ্যমন্ত্রী, শিবসেনার ৪ জন মুখ্যমন্ত্রী, বিজেপির দু’জন মুখ্যমন্ত্রী, ভারতীয় কংগ্রেস-সোশ্যালিস্টের একজন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের (ইউআরএস) -এর একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

মহারাষ্ট্রে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ১৯৮০ থেকে ৯ জুন, ১৯৮০ –এর মধ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর ২০২১৪ সালের ২৯ সেপ্টেম্বর-৩১ অক্টোবর এবং ২০১৯ সালের ১২ নভেম্বর-২৩ নভেম্বরের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in