
মহারাষ্ট্রের ৩১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। দেবেন্দ্র ফড়নবীশের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক নজরে দেখে নেওয়া যাক মহারাষ্ট্রের অতীতের মুখ্যমন্ত্রীদের তালিকা –
১. যশবন্তরাও চভান - ১ মে, ১৯৬০ - ১৯ নভেম্বর, ১৯৬২ (কংগ্রেস)
২. মারোতরাও কান্নামওয়ার - ২০ নভেম্বর, ১৯৬২ - ২৪ নভেম্বর, ১৯৬৩ (কংগ্রেস)
৩. বালাসাহেব সাওয়ান্ত - ২৪ নভেম্বর, ১৯৬৩ - ৫ ডিসেম্বর, ১৯৬৩ (কংগ্রেস)
৪. বসন্তরাও নায়েক - ৫ ডিসেম্বর, ১৯৬৩ - ২০ ফেব্রুয়ারি, ১৯৭৫ (কংগ্রেস)
৫. শঙ্কররাও চভন - ২১ ফেব্রুয়ারি, ১৯৭৫ - ১৭ মে, ১৯৭৭ (কংগ্রেস)
৬. বসন্তদাদা পাটিল – ১৭ মে, ১৯৭৭ – ৫ মার্চ, ১৯৭৮ (কংগ্রেস)
৭. বসন্তদাদা পাটিল – ৫ মার্চ, ১৯৭৮ - ১৮ জুলাই, ১৯৭৮ (ভারতীয় জাতীয় কংগ্রেস-ইউআরএস)
৮. শরদ পাওয়ার - ১৮ জুলাই, ১৯৭৮ – ১৭ ফেব্রুয়ারি, ১৯৮০ (ভারতীয় কংগ্রেস-সোশ্যালিস্ট)
৯. এ আর অন্তুলে - ৯ জুন, ১৯৮০ - ২১ জানুয়ারি, ১৯৮২ (কংগ্রেস)
১০. বাবাসাহেব ভোসলে - ২১ জানুয়ারী, ১৯৮২ - ১ ফেব্রুয়ারি, ১৯৮৩ (কংগ্রেস)
১১. বসন্তদাদা পাটিল – ২ ফেব্রুয়ারি, ১৯৮৩ - ৯ মার্চ, ১৯৮৫ (কংগ্রেস)
১২. বসন্তদাদা পাটিল – ১০ মার্চ, ১৯৮৫ - ১ জুন, ১৯৮৫ (কংগ্রেস)
১৩. শিবাজিরাও পাটিল-নিলঙ্গেকর – ৩ জুন, ১৯৮৫ - ৬ মার্চ, ১৯৮৬ (কংগ্রেস)
১৪. শঙ্কররাও চভান - ১২ মার্চ, ১৯৮৬ – ২৬ জুন, ১৯৮৮ (কংগ্রেস)
১৫. শরদ পাওয়ার - ২৬ জুন, ১৯৮৮ - ৪ মার্চ, ১৯৯০ (কংগ্রেস)
১৬. শরদ পাওয়ার - ৪ মার্চ, ১৯৯০ - ২৫ জুন, ১৯৯১ (কংগ্রেস)
১৭. সুধাকররাও নায়েক - ২৬ জুন, ১৯৯১ - ৮ মার্চ, ১৯৯৩ (কংগ্রেস)
১৮. শরদ পাওয়ার - ৯ মার্চ, ১৯৯৩ - ১৩ মার্চ, ১৯৯৫ (কংগ্রেস)
১৯. মনোহর যোশী - ১৪ মার্চ, ১৯৯৫ - ৩১ জানুয়ারি, ১৯৯৯ (শিবসেনা)
২০. নারায়ণ রানে - ১ ফেব্রুয়ারি, ১৯৯৯ - ১৭ অক্টোবর, ১৯৯৯ (শিবসেনা)
২১. বিলাসরাও দেশমুখ - ১৮ অক্টোবর, ১৯৯৯ - ১৬ জানুয়ারি, ২০০৩ (কংগ্রেস)
২২. সুশীলকুমার শিন্ডে - ১৮ জানুয়ারি, ২০০৩ - ৩০ অক্টোবর, ২০০৪ (কংগ্রেস)
২৩. বিলাশরাও দেশমুখ – ১ নভেম্বর, ২০০৪ - ৪ ডিসেম্বর, ২০০৮ (কংগ্রেস)
২৪. অশোক চভান - ৮ ডিসেম্বর, ২০০৮ - ৬ নভেম্বর, ২০০৯ (কংগ্রেস)
২৫. অশোক চভান - ৭ নভেম্বর, ২০০৯ - ৯ নভেম্বর, ২০১০ -এ পদত্যাগ করেছেন (কংগ্রেস)
২৬. পৃথ্বীরাজ চভান - ১১ নভেম্বর, ২০১০ - ২৬ সেপ্টেম্বর, ২০১৪-এ পদত্যাগ করেছিলেন (কংগ্রেস)
২৭. দেবেন্দ্র ফড়নবীশ - ৩১ অক্টোবর, ২০১৪ - ১২ নভেম্বর, ২০১৯ (বিজেপি)
২৮. দেবেন্দ্র ফড়নবীশ - ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০১৯ (বিজেপি)
২৯. উদ্ধব ঠাকরে: ২৮ নভেম্বর, ২০১৯ - ৩০ জুন, ২০২২ (শিবসেনা)
৩০. একনাথ শিন্ডে: ৩০ জুন, ২০২২ - ৫ ডিসেম্বর, ২০২৪ (শিবসেনা)
মেয়াদ অনুসারে, কংগ্রেসের ২১ জন মুখ্যমন্ত্রী, শিবসেনার ৪ জন মুখ্যমন্ত্রী, বিজেপির দু’জন মুখ্যমন্ত্রী, ভারতীয় কংগ্রেস-সোশ্যালিস্টের একজন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের (ইউআরএস) -এর একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
মহারাষ্ট্রে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ১৯৮০ থেকে ৯ জুন, ১৯৮০ –এর মধ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর ২০২১৪ সালের ২৯ সেপ্টেম্বর-৩১ অক্টোবর এবং ২০১৯ সালের ১২ নভেম্বর-২৩ নভেম্বরের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন