Prajwal Revanna: ধ*র্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্বল

People's Reporter: রেভান্নার পরিবারের ফার্মহাউসে গৃহকর্মী হিসেবে কাজ করা এক মহিলা অভিযোগ করেছিলেন, ২০২১ সাল থেকে তাঁকে একাধিকবার ধর্ষণ করছিলেন।
প্রজ্বল রেভান্না
প্রজ্বল রেভান্না ছবি সৌজন্যে প্রজ্বলের ফেসবুক পেজ
Published on

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার জেডিএসের সাসপেন্ডেড সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করল বেঙ্গালুরুর এমপি/এমএলএ আদালত। শনিবার রায় ঘোষণা করবে আদালত।

হোলেনারসিপুরায় রেভান্নার পরিবারের মালিকানাধীন ফার্মহাউসে গৃহকর্মী হিসেবে কাজ করা এক মহিলা অভিযোগ করেছিলেন, রেভান্না ২০২১ সাল থেকে তাঁকে একাধিকবার ধর্ষণ করছেন। এমনকি সেই সময়ের ছবি ও ভিডিয়োও তুলে রাখা হয়। ধর্ষণের কথা কাউকে জানালে ভিডিও ও ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন রেভান্না। ১৮ জুলাই এই মামলার শুনানি শেষ হয়। ৩০ জুলাই পর্যন্ত রায়দান স্থগিত রেখেছিল আদালত। আদালত জানিয়েছে, নির্দিষ্ট কিছু ব্যাখ্যা প্রয়োজন আছে।

ধর্ষণের মামলায় গত বছর ৩১ মে রেভান্নাকে গ্রেফতার করে পুলিশ। মামলা চলাকালীন ২৬ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ, যৌনকর্ম, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অন্তরঙ্গ ছবি বেআইনিভাবে প্রচার সহ বিভিন্ন ধারায় চার্জ গঠন করা হয়। এছাড়াও গত বছরের ২৮ এপ্রিল থেকে ১০ জুনের মধ্যবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আরও তিনটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

১২ জুন বেঙ্গালুরুতে রেভান্নার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। যেখানে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, পিছু নেওয়া এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং তথ্যপ্রযুক্তি আইনের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী জানিয়েছিলেন, ভিডিও কলের মাধ্যমে তাকে যৌন হয়রানির করা হয়েছিল।

এছাড়াও পৃথক একটি মামলা দায়ের হয় প্রজ্বলের বাবা হোলেনারসিপুরার বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে।

গত লোকসভা ভোটে হাসনে জেডিএসের টিকিটে প্রার্থী হয়েছিলেন প্রজ্বল। তাঁর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু ভোটের আগেই একটি পেনড্রাইভ প্রকাশ্যে আসে। যেখানে প্রজ্বলের শতাধিক যৌন হেনস্থার একাধিক ভিডিয়ো ছিল বলে অভিযোগ। পরিস্থিতির চাপে প্রজ্বলকে দল থেকে সাসপেন্ড করে জেডিএস। এরপর ভারত ছেড়ে জার্মানি পালিয়ে যান তিনি। পরিস্থিতি আরও জটিল হওয়ায় জেডিএস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ বাড়ান দলের একাংশ নেতা-কর্মী। নাতিকে দেশে ফেরার জন্য বার্তা দেন জেডিএস প্রধান এইচ ডি দেবগৌড়াও। ৩১ মে দেশে ফিরতে বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার কড়া হয়।

প্রজ্বল রেভান্না
Malegaon Blast: 'ন্যায়বিচার পাইনি', সুপ্রিম কোর্টের পথে বিস্ফোরণে সন্তান হারানো পরিবারের সদস্যরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in