
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪২। মঙ্গলবার সকালে পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা এ কথা জানিয়েছেন। এখনও চলছে উদ্ধারকাজ।
সোমবার সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলায় পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় প্রাথমকভাবে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। উদ্ধারকাজ জারি ছিল তখনও। মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে। বর্তমানে সেই সংখ্যাটা হয়েছে ৪২।
জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "ধ্বংসাবশেষ সরানোর সময় আরও বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে"।
অন্যদিকে, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনারসিমা জানান, ঘটনার সময় কারখানায় প্রায় ৯০ জন কর্মচারী ছিলেন। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মাও এই ঘটনার শোকপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টা নাগাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে গোটা কারখানা এবং সংলগ্ন প্রাঙ্গনে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে কারখানার আস্ত ছাদ উড়ে গেছে। এমনকি বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে গেছেন।
তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণে এটি ঘটেছে। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন