

ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)। অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২ শতাংশ বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ। যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। পেনশনভোগীরাও এই বৃদ্ধির সুযোগ পাবেন। তবে গত কয়েক বছরে এটাই সবচেয়ে কম ডিএ বৃদ্ধি।
হঠাৎ করে ডিএ-র অঙ্ক কমছে কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার। হিসাব অনুসারে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। মূল্যবৃদ্ধিই ডিএ বাড়ানোর অন্যতম মানদণ্ড। সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
২০২০ সালে করোনাকালে ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র সরকার। এরপর ২০২১ সাল থেকে আবার শুরু হয় ডিএ দেওয়া। সেবার থেকে প্রতিবারই তিন বা চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ থেকে ৫৩ শতাংশ করা হয়েছিল মহার্ঘভাতা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন