
ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)। অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২ শতাংশ বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ। যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। পেনশনভোগীরাও এই বৃদ্ধির সুযোগ পাবেন। তবে গত কয়েক বছরে এটাই সবচেয়ে কম ডিএ বৃদ্ধি।
হঠাৎ করে ডিএ-র অঙ্ক কমছে কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার। হিসাব অনুসারে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। মূল্যবৃদ্ধিই ডিএ বাড়ানোর অন্যতম মানদণ্ড। সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
২০২০ সালে করোনাকালে ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র সরকার। এরপর ২০২১ সাল থেকে আবার শুরু হয় ডিএ দেওয়া। সেবার থেকে প্রতিবারই তিন বা চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ থেকে ৫৩ শতাংশ করা হয়েছিল মহার্ঘভাতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন