
* বিয়ের শোভাযাত্রা চলাকালীন উচ্চবর্ণের কিছু লোকের হাতে আক্রান্ত দলিত বর।
* হামলায় বর সহ বরযাত্রী দলের অনেকেই আহত।
* এই ঘটনায় ৯ জনের নামে এবং ২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিয়ের শোভাযাত্রা চলাকালীন 'উচ্চবর্ণে'র একদল লোকের হাতে আক্রান্ত হলেন দলিত সম্প্রদায়ের এক পাত্র (বর)। উত্তরপ্রদেশের আগ্রা জেলার অধীনস্থ নাগলা তালফি এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। বৃহস্পতিবর পুরো বিষয়টি জানায় পুলিশ। প্রশাসন সূত্রে খবর, মথুরা থেকে আসা এক শোভাযাত্রা নাগলা তালফিতে প্রবেশ করার পরই উত্তেজনা ছড়ায়। শোভাযাত্রাটি ডিজে গান ও ঢাকঢোলের সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই 'উচ্চবর্ণ' হিসেবে পরিচিত একদল ব্যক্তি লাঠি নিয়ে এসে শোভাযাত্রার ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা বরকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং সঙ্গে থাকা বরযাত্রীদেরও বেধড়ক মারধর করে।
এই হামলায় বর সহ বরযাত্রীদের অনেকেই আহত হন। কনের মা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গ্রাম থেকে কিছু দূরে তাঁর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই হামলার কারণে অনুষ্ঠানের বেশিরভাগ ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পি কে রাই জানান, “হামলায় আহতদের চিকিৎসা চলছে। এফআইআর দায়ের হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এই ঘটনায় ৯ জনের নামে এবং ২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।
এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। গ্রামে শান্তি বজায় রাখতে পুলিশ গ্রামবাসীদের সঙ্গে আলোচনাও করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন