

আপাতত ডিএ মামলার জট কাটার লক্ষণ নেই। বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্ত। যার জেরে পিছিয়ে গেল শুনানির তারিখ। আগামী বছর জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহে ডিএ মামলার শুনানির সম্ভাবনা আছে।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এদিন মামলা থেকে সরে দাঁড়ানোর পর দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আমরা আসায় কর্মীদের মধ্যে অতি উৎসাহ তৈরি হয়েছে। তাই এই মামলা আমরা শুনব না। অর্থাৎ, নতুন করে বেঞ্চ পুনগর্ঠিত না হওয়া পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত থাকবে।
এতদিন ডিএ মামলার শুনানি চলছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ পরিবর্তিত হয়। শীর্ষ আদালত জানায়, বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘ্যভাতা দিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগ তুলে বিক্ষোভ আন্দোলনে নেমেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কর্মীদের অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার।
অন্যদিকে, বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের ৩টি সংগঠন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, আপাতত আদালত অবমাননার মামলার শুনানি হবে না উচ্চ আদালতে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন