

উল্টোপাল্টা কথা বললে জিভ কেটে নেওয়া হবে বলে তেলেঙ্গানার বিজেপি সভাপতিকে হুমকি দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রাজ্যের কৃষকদের বেশি বেশি করে ধান চাষ করতে উৎসাহ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি বন্দি সঞ্জয়। তিনি বলেছিলেন বিজেপি তাদের থেকে ধান কিনবে।
বিজেপি সভাপতির এই মন্তব্যের সমালোচনা করেছেন চন্দ্রশেখর রাও। তাঁর কথায়, মিথ্যে আশা দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। মিডিয়ার সামনে তিনি বলেন, "কেন্দ্র বলে দিয়েছে তারা ধান কিনছে না এখন আর। এই কারণেই কৃষিমন্ত্রী কৃষকদের ক্ষতি ঠেকাতে অন্য ফসল বেছে নিতে বলেছেন। কেন্দ্র দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। আমি নিজে সরাসরি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সংগ্রহ করা চাল কিনে নিতে অনুরোধ করেছিলাম। তিনি বলেছিলেন এই বিষয়টি ভেবে দেখবেন এবং পরে আমার সাথে যোগাযোগ করবেন। এখনও পর্যন্ত যোগাযোগ করেননি তিনি। গতবছরেরই প্রায় ৫ লক্ষ টন ধান এখনও পড়ে রয়েছে তেলেঙ্গানা সরকারের কাছে। কেন্দ্র তা কিনছে না।"
কৃষকদের ধান চাষ করতে উৎসাহ দেওয়ার জন্য বিজেপি রাজ্য সভাপতি বন্দি সঞ্জয়কে আক্রমণ করে তিনি বলেন, "একদিকে কেন্দ্র বলছে আমরা ধান কিনবো না আর। অন্যদিকে রাজ্য বিজেপি বলছে ধান চাষ করুন, আমরা তা সংগ্রহ করবো। উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি যদি আমাদের সম্পর্কে অপ্রয়োজনীয় মন্তব্য করেন তাহলে আমরা আপনার (রাজ্য বিজেপি সভাপতি) জিভ কেটে নেব।"
বিজেপি রাজ্য সভাপতির নাম উল্লেখ করে তিনি আরো বলেন, "সঞ্জয় বলেছেন তিনি আমাকে জেলে পাঠাবেন। আমি বলছি সাহস থাকলে আমাকে স্পর্শ করে দেখান। বিজেপি কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাঁদের পিষে মারছে। বিজেপির এক মুখ্যমন্ত্রী দলের কর্মীদের কৃষকদের পিটিয়ে মারার নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা কৃষকদের সমর্থন করি। তিন কৃষি আইনের বিরুদ্ধে তাঁদের আন্দোলনকেও সমর্থন করি।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন