করমন্ডল দুর্ঘটনা - আহতদের পাশে রেড ভলান্টিয়ার বাহিনী

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাশোরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আহত হয়েছেন ৬৫০ জনের বেশি।
করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে রেড ভলান্টিয়ার বাহিনী
করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে রেড ভলান্টিয়ার বাহিনীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ওড়িশার বালাশোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে এগিয়ে এল রেড ভলান্টিয়াররা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মোবাইল নম্বর শেয়ার করে রক্ত সহ যেকোনও জরুরি প্রয়োজনে তাঁদের ফোন করার আবেদন জানিয়েছেন বাংলার রেড ভলান্টিয়াররা।

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আহত হয়েছেন ৯০০ জনের বেশি।

শনিবার সকালে সিপিআইএম পশ্চিম মেদিনীপুর কমিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, “করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আক্রান্ত যারা মেদিনীপুর মেডিকেল কলেজ বা খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি আছেন, তাদের রক্ত সহ যে কোন জরুরি প্রয়োজনে রেড ভলান্টিয়ারদের যোগাযোগ করুন।“

মেদিনীপুর মেডিকেল কলেজ (MMCH) এবং খড়্গপুর রেল হাসপাতালের জন্য পৃথক পৃথক নম্বর শেয়ার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৬ জনের নম্বর জানানো হয়েছে।

নম্বরগুলি হলো:

মেদিনীপুর মেডিকেল কলেজের জন্য - কুন্দন 919474970783,সঞ্জয় 917076264843।, চন্দন 8617536129, সুদীপ 993303018্‌ রনিত 7797340540, সুকুমার 974950187, সুব্রত 983217462, নীলোৎপল 800112999, বাবু 9932281218

খড়গপুর রেলওয়ে হাসপাতালের জন্য - অমিতাভ 954818334, ডি কুমার 7001055780, মুকুল 9614122904, দুর্মদ 9434894221

সাধারণ যোগাযোগের জন্য - তাপস 9434025152, বিজয় 908377926, সবুজ 9933750692

এছাড়াও সিপিআইএম-এর পক্ষ থেকে স্থানীয় সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সাধ্যমতো দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানোর। আহতদের জন্য রক্তের যোগানের পাশাপাশি অন্যান্য বিষয়েও দ্রুত ব্যবস্থা নেবার কথাও জানানো হয়েছে।

পাশাপাশি বহু সাধারণ মানুষও আহতদের রক্ত দেওয়ার জন্য গতকাল রাত থেকে বালাসোরের বিভিন্ন হাসপাতালে লাইন দিয়েছেন। হাসপাতালে রক্ত দিতে আসা গণেশ নামে এক স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “এই দুর্ঘটনার সময় আমি কাছাকাছি ছিলাম, আমরা প্রায় ২০০-৩০০ জনকে উদ্ধার করেছি।“

অন্যদিকে আজ দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালাসোরেই পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আহতদের সঙ্গেও দেখা করবেন। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

করমন্ডল দুর্ঘটনায় আহতদের পাশে রেড ভলান্টিয়ার বাহিনী
করমন্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, এক দিনের শোক পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in